ঋতুপর্ণা সেনগুপ্ত।
সামাজিক শাসনের প্রেক্ষিতে মানুষ তার 'ভাল' আর 'মন্দ' কে দেখতে চায়। মানুষ তার অতীতের যা কিছু কালো তাকে ভুলে থাকতে চায়।
কিন্তু হঠাৎ যদি তা সামনে এসে দাঁড়ায়?
মনের নানা স্তর নিয়ে মানুষের গভীরতায় পৌঁছতে চান তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত।
ইন্ডাস্ট্রিতে দীর্ঘকাল নিজের জায়গাটা যত্ন করে ধরে রাখার ফর্মুলাটা কী?
'আমি এমন কিছু চরিত্র করতে চাই যা দেখে দর্শকের মনে হবে এতো আমার জীবনের কথা! এত বছরের অভিজ্ঞতায় বুঝেছি মানুষ খুব বেশিক্ষণ ধরে কৃত্রিম জীবনের দৃশ্যায়ন দেখতে চান না। আর আমি বরাবর ইমোশনাল কনটেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। সেই দিক থেকে ইন্দ্রাশিসের পরিচালনা, ওর ভাবনা আমার ভাল লেগেছে।'
'বেলাশুরু'-র শট দিতে দিতে বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ইন্দ্রাশীষ আচার্যর নতুন ছবি 'পার্সেল' এর তিনি নায়িকা। ইন্দ্রাশীষের 'বিলুরাক্ষস', 'পিউপা' দেখে মনে হয়েছিল খুব যত্ন করে মানুষের সূক্ষ অনুভূতি নিয়ে কাজ করে ইন্দ্রাশিস। সেই কারণেই এই নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে উৎসাহী ঋতু। থ্রিলারধর্মী ছবিতে বিশেষ দেখা যায় না তাঁকে। বছরের শুরুতে এক নতুন চেহারা নিয়ে কাজ করবেন ঋতু।
আরও পড়ুন, আমাকে চুমু খেয়েছে বলে শাহরুখ লাকি, কেন বললেন ক্যাটরিনা?
'এই ছবি আসলে অজানা মানুষকে খোঁজার ছবি। একটা মানুষের অতীত ঘটনা মুহূর্তের মধ্যে তাকে কী খারাপ মানুষে পরিণত করবে? এতদিনের তার যা কিছু ভাল সব কী মুছে যাবে?এই ভাবনা থেকেই আমার নতুন ছবি 'পার্সেল'। ঋতুপর্ণা আর শাশ্বত জুটি বেঁধে আসছে এই ছবিতে। দু’জন পরিণত, পরিচিত অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা হবে।' ইন্দ্রাশীষের গলায় আবেগ।
১১ জানুয়ারি থেকে নতুন ছবির শুট শুরু। শান্তিনিকেতন, কলকাতা আর টাকিতে শুট হবে।
কিন্তু ঋতুপর্ণা কেন?
'আসলে এই চরিত্রে যেরকম ব্যক্তিত্ব, দীপ্তির প্রয়োজন সেটা ঋতুর মধ্যে আছে।' সাফ কথা ইন্দ্রাশিসের।
আরও পড়ুন, সাহস আর সদিচ্ছাই কি পারবে ভাল বাংলা ছবির ‘রিইউনিয়ন’ ঘটাতে?
এই ছবিতে ঋতুপর্ণা আর শাশ্বতর পাশাপাশি থাকছেন শ্রীলা মজুমদার,অম্বরীশ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দামিনী বসু।
ছবিতে সংগীতের একটা বিশেষ জায়গা আছে। আর সেই কারণেই জয় সরকারের কথা ভেবেছেন পরিচালক।
'ইন্দ্রাশিসের গল্প মানেই অল্প চরিত্র। যারা জীবনের গভীর কথা বলে যায়। এই ছবিতে পাশ্চাত্য সংগীতের বড় জায়গা আছে। একটি বাচ্চা মেয়ের মাধ্যমে সেই জায়গাটা ধরা হবে। অরিজিনাল অর্কেস্ট্রেশনের কাজ থাকবে। আর ঋতুপর্ণার গলায় গান ভাবা হচ্ছে' বললেন জয় সরকার।
ইন্দ্রাশিসের ছবিতে তাহলে আর প্লেব্যাকের জায়গা থাকল না!
'একজন সংগীত পরিচালক হিসেবে মনে হয় অভিনেত্রী যদি ছবির গান গেয়ে ওঠেন সেটা অনেক বেশি রিয়্যালিস্টিক হয়।গায়িকা প্লেব্যাক করলে গানের দিকে বেশি মন দেন। কিন্তু অভিনেত্রী গাইলে দেখেছি ছবির সঙ্গে পুরোটা মিশে যায়। আলাদা কেউ গেয়ে উঠল মনে হয় না' সাফ কথা জয় সরকারের।
কিন্তু এ ছবির প্রযোজক কে?
ছবির মতো সেটা এখনও রহস্যে ঢাকা।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)