ফাইল চিত্র।
রীতা দি আমার খুব কাছের একজন মানুষ। ছিলেন বলতে এখনও ভাল লাগছে না। কেননা আমি মেনে নিতে পারছি না রীতা দি আর নেই। আমার জীবনের মাইলস্টোন ছবি ‘পারমিতার একদিন’-এ তিনি আমার সঙ্গে অভিনয় করেছিলেন। এর পর অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি আমরা। এতটা প্রাণোচ্ছ্বল মানুষ ছিলেন, তাই আমার আরও বেশি ভাল লাগত।
আরও পড়ুন: ‘রীতা আন্টি আর বন্ধন বলে ডাকবে না’
‘রীতার মতো তাড়াতাড়ি সংলাপ মুখস্থ করতে পারে কম অভিনেতাই’
এই তো সে দিন ওঁকে বললাম,‘‘বড় টিপে তোমায় কত সুন্দর লাগে গো। তুমি এখনও কত সুন্দর হাঁ করে শুধুই দেখি।’’কিছুদিন আগে আমাদের একটা পার্টিতে দেখা হয়েছিল। আমার বাড়ির অনুষ্ঠানেও আসতেন রীতা দি। তবে তিনি এতটা অসুস্থ রয়েছেন খবরটা একেবারেই পাইনি।
‘পারমিতার একদিন’ ছবিতে রীতা কয়রাল ও ঋতুপর্ণা।
তাঁর মৃত্যুর খবরটা এতটাই আকস্মিক, এখন মনে হচ্ছে ইস্ আগে যদি জানতাম, একবার অন্তত রীতা দি’কে চোখের দেখা দেখে আসতে পারতাম। রীতা দি আর ঋতু বলে দৌড়ে এসে জড়িয়ে ধরবে না। কিচ্ছু ভাল লাগছে না। শেষবার দেখতেও পেলাম না, কেন এমনটা হল।