Rituparna sengupta

নিরাপদে আছেন ঋতুপর্ণা

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ০৭:০২
Share:

ঋতুপর্ণা।

উত্তরাখণ্ডে নতুন ছবির শুটিং করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রবিবারের তুষারধসে সেখানকার অবস্থা ভয়াবহ। তবে ঋতুপর্ণা এবং তাঁর ইউনিট দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। ফোনে অভিনেত্রী জানালেন, তাঁরা নিরাপদে আছেন। মুসৌরি রোডে রবিবার শুট করছিল ‘অন্তর্দৃষ্টি’-র টিম। ‘‘শুটিংয়ের মাঝেই শুনলাম একাধিক গ্রাম ধসে তলিয়ে গিয়েছে। এখানে সরাসরি কোনও প্রভাব না পড়লেও খবর শুনে সকলেই মর্মাহত,’’ বলছিলেন ঋতুপর্ণা। তিন-চার দিন পরে ছবির টিমের কলকাতায় ফিরে আসার কথা। তা নিয়েও উদ্বিগ্ন অভিনেত্রী। বললেন, ‘‘আমার মা এসেছিলেন এখানে। আজ ফিরে গেলেন। শুনলাম, দুর্ঘটনার জেরে বিমানবন্দরে প্রচণ্ড ভিড় হয়েছে। সকলে মিলে এখন ভালয় ভালয় ফিরতে চাই।’’

Advertisement

‘অন্তর্দৃষ্টি’র পরিচালক কবীর লাল, যিনি ‘তাল’, ‘পরদেশ’-এর মতো ছবির সিনেম্যাটোগ্রাফার ছিলেন। ছবিটি বাংলা, মরাঠি, তামিল ও কন্নড়— এই চার ভাষায় তৈরি হচ্ছে। ছবিতে রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement