Rithvik Dhanjani

ঋত্বিক-আশার ছ’ বছরের জমাটি প্রেমে ভাঙন?

এরপরেই আরও জোরাল হয় গসিপ। তাহলে কী সত্যিই আলাদা হচ্ছেন তাঁরা— প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৭:০৮
Share:

ঋত্বিক-আশা।

বেশ কিছু দিন ধরেই পেজ-থ্রি’র শিরোনামে ঋত্বিক ধনজানি এবং আশা নেগি। তাঁদের ছয় বছরের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে, এমনটাই দাবি ছিল ঋত্বিকের ঘনিষ্ঠ সূত্রের। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছিল সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের একটি পোস্ট। পোস্টে তিনি লিখেছিলেন, “কোনও কিছু নর্মাল হওয়া উচিত নয়। নর্মাল জিনিস সব সময় যে ঠিক ভাবে চলবে তা নয়। আমাদের আবার উঠে দাঁড়ান উচিত।” তিনি আরও লেখেন, “ভালবাসা দিতে গেলে তা জানতে হয়।”

Advertisement

এরপরেই আরও জোরাল হয় গসিপ। তাহলে কী সত্যিই আলাদা হচ্ছেন তাঁরা— প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ দিকে আবার আশা প্রথমে চুপ থাকলেও সম্প্রতি তিনি একের পর ইমোশনাল কোট দিয়ে ভরিয়ে যেতে থাকেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরি।

সবাই যখন ধরেই নিয়েছেন তাঁদের সম্পর্ক শেষ, ঠিক এমন সময়েই শনিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আশাকে তাঁর আগামী ওয়েবসিরিজ ‘বারিষ’-এর জন্য শুভেচ্ছা জানান ঋত্বিক। ক্যাপশনে লেখেন, “ভালবাসায় ভেজার জন্য তৈরি হয়ে যান”।

Advertisement

আরও পড়ুন- কোভিড-জয়ী মনামিকে প্রকাশ্যে এনে লাইভে মিমির নতুন বার্তা

দেখুন ঋত্বিকের একের পর এক পোস্ট

এর পর যদিও একটু স্বস্তি মিলেছে ফ্যানেদের মনে। এখনও যে তাঁরা ‘টাচ’-এ রয়েছেন, বাক্যালাপ বন্ধ হয়ে যায়নি, দেখে খুশি ফ্যানেরা।

তবে ইন্ডাস্ট্রির ভেতরের খবর কিন্তু বলছে অন্য কথা। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, বেশ কয়েক মাস ধরেই ঋত্বিক এবং আশার রিলেশনশিপে নাকি কিছুই ঠিক নেই। সম্পর্কে তাঁরা যদিও বা রয়েছেন তবে ‘টান’ চলে গিয়েছে অনেক আগেই। আশা এবং ঋত্বিকের এই ব্যাপারে বক্তব্য কী? তা জানতে মুখিয়ে বলিউড।

আরও পড়ুন- বলিউডে ডেবিউ করল কাজল-অজয়ের নয় বছরের ছেলে যুগ

জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-র সেটে প্রথম আলাপ হয় ঋত্বিক এবং আশার। সেখান থেকেই ক্রমশ গাঢ় হয় প্রেম। রিয়ালিটি শো ‘নাচ বলিয়ে’-তে তাঁরা জুটি হিসেবে অংশও নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement