আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। ছবি: ফেসবুক।
প্রতিবাদকে ছাপিয়ে গেল প্রেম! এমনই দাবি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। তাঁর এমন ভাবনার পিছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রথমত, সম্প্রতি ট্রেন্ডিংয়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অরিজিৎ সিংহের গাওয়া ‘আর কবে’ গানকে ছাপিয়ে গিয়েছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থার পুজোর ছবি ‘বহুরূপী’র প্রথম গান ‘শিমুল পলাশ’। এ কথা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা। দুই, ছবির দ্বিতীয় গান ‘আজ সারা বেলা’। শুক্রবার মুক্তি পেয়েছে গানটি। গান জুড়ে আরও এক বার আবীর চট্টোপাধ্যায়-ঋতাভরী চক্রবর্তী তুমুল প্রেম করেছেন। গানের দৃশ্যায়ন বলছে, নেপথ্যে বাড়তি রসায়ন না থাকলে তো পর্দায় এমন প্রেম জমে না!
আনন্দবাজার অনলাইন একই প্রশ্ন রাখতেই হেসে ফেলেছেন শিবপ্রসাদ। তার পরেই ফাঁস করেছেন, “ঋতাভরী এখন ওঁর আর আবীরের জুটির নতুন নাম দিয়েছেন, ‘ঋতাবীর’!” তাঁর দাবি, “পাঠক এ বার বাকিটা বুঝে নিন।”
অনুপম রায়ের লেখা গান, সুরও তাঁর। গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এর আগে প্রযোজনা সংস্থার ‘প্রাক্তন’ ছবিতে অনুপমের গান ‘শহর জুড়ে যেন প্রেমের মরশুম’-এ শ্রেয়া কণ্ঠ দিয়েছিলেন। সেটি প্রেমের গান হিসেবে জনপ্রিয়। শিবপ্রসাদ জানিয়েছেন, গানটি কয়েক ঘণ্টায় ৩০ হাজারেরও বেশি দর্শক-শ্রোতা শুনে ফেলেছেন। অনুপম-শ্রেয়ার যুগলবন্দির পাশাপাশি তাঁরা ফের আবীর-ঋতাভরীর রয়াসনে বুঁদ। সাদা শাড়িতে অভিনেত্রীর স্নানের দৃশ্য, সেখানে সাদা পাঞ্জাবিতে আবীর যেন বাড়তি উষ্ণতা ছড়িয়েছেন।
এই জায়গা থেকে প্রযোজনা সংস্থার বক্তব্য, ‘ফাটাফাটি’ দিয়ে উভয়ে প্রথম এক ফ্রেমে। ওঁদের জুটিতে দর্শক সিলমোহর দিয়েছেন। ‘বহুরূপী’র শুটিংয়ে এসে তাঁদের রসায়ন নাকি আরও গাঢ়! পোড়ো বাড়িতে গানের স্বপ্নের দৃশ্যের শুটিং। সাপের ভয়, গা ছমছমে পরিবেশ— কিছুর তোয়াক্কা না করেই নাকি পর্দার জুটি প্রেমে মাতোয়ারা। এমনও দাবি সংস্থার, এক বারের জন্যও মহড়া দিতে হয়নি!