Riddhi Sen

Riddhi Sen: হিরোরা এখন অভিনেতা হতে চাইছেন, অভিনয় নিয়ে খোলামেলা আলোচনায় ঋদ্ধি সেন

ঋদ্ধিও আগাগোড়াই মন দিয়েছেন ভাল অভিনেতা হওয়ার দিকেই। তাঁর কাজের তালিকায় নজর রাখলেই স্পষ্ট হয়ে যায় সে কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৪:৩৬
Share:

অভিনয় নিয়ে কথা বললেন ঋদ্ধি।

অভিনেতা না হিরো, কোনটা হতে চান?

শনিবারের ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ঋদ্ধি সেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ২৩ বছর বয়সি অভিনেতা মনে করেন, ‘হিরো’ শব্দটি বর্তমানে অপ্রাসঙ্গিক। খানিক হেসে তিনি বললেন, “যে কোনো ছবি বা থিয়েটারে হিরো একটাই। সেটা হল গল্প। শেষ কয়েক বছরে সারা পৃথিবী জুড়ে প্রমাণ হয়ে গিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে এখন হিরোরা অভিনেতা হতে চাইছেন।”

Advertisement

ঋদ্ধিও আগাগোড়াই মন দিয়েছেন ভাল অভিনেতা হওয়ার দিকে। তাঁর কাজের তালিকায় নজর রাখলেই স্পষ্ট হয়ে যায় সে কথা। নাটক হোক বা বড় পর্দা— দুই ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। তবে ঋদ্ধির মতে, নাটক সম্পর্কে তাঁর এখনও অনেক কিছু শেখা বাকি। নাটক নির্দেশনার মতোই সেখানে অভিনয় করাও বেশ কঠিন বলে মনে করেন তিনি। তবে ছবি করতে তিনি কিছুটা হলেও বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement