শিল্পা শেট্টি।
রাজ কুন্দ্রার নাম পর্ন-কাণ্ডে জড়ানোর পরে ঝড় বয়ে গিয়েছে স্ত্রী শিল্পা শেট্টির উপরেও। স্বামীর হাজতবাস, পুলিশের টানা জিজ্ঞাসাবাদ— নিমেষেই বদলে গিয়েছে অভিনেত্রীর জীবনের চেনা ছবি। চার দিক থেকে ধেয়ে এসেছে কটাক্ষ, লাঞ্ছনা। এমন অবস্থায় শিল্পার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা।
পরিচালক হনসল মোহতা শিল্পার সমর্থনে একটি টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আপনি যদি শিল্পা শেট্টির পাশে না দাঁড়াতে পারেন, তা হলে ওঁকে একা ছেড়ে দিন। আইনকে বিচার করতে দিন। ওঁকে সম্মান দিন এবং ওঁর গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। দুর্ভাগ্যবশত যাঁদের জীবন জনসমক্ষে থাকে, তাঁদের সাহায্য করার কেউ থাকে না। বিচারের আগেই তাঁদের দোষী তকমা দিয়ে দেওয়া হয়।’
হনসলের এই টুইট নিজের দেওয়ালে তুলে এনেছেন রিচা। ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘পুরুষদের দোষের জন্য মেয়েদের দোষারোপ করা আমরা জাতীয় খেলা বানিয়ে ফেলেছি।’ রিচার পোস্টে অনেকেই শিল্পার প্রতি সহানুভূতি জানিয়েছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, শিল্পা দোষ না করলেও রাজের আয়ের উৎসটা কি জানতেন না?
কিন্তু কোনও মন্তব্যেরই উত্তর দেননি রিচা।