দেব (উপরে বাঁ দিকে), পরমব্রত (উপরে ডান দিকে), রুক্মিনী (নীচে বাঁ দিকে) এবং পাওলি।
নিজেদের অজান্তেই আমরা যে কত ভাবে সাইবার জালে পা দিয়ে ফেলছি, তার ধারণা কি আদৌ আমাদের আছে? কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পাসওয়ার্ড’-এর গল্প আবর্তিত হয়েছে আন্তর্জালের এই অজানা দুনিয়াকে ঘিরেই। তার এক দিকে রয়েছে ইন্টারন্যাশনাল সাইবার টেররিজ়ম গ্যাং অনিয়ন, যার প্রধান পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর চরিত্রটিকে সাহায্য করে পাওলি দাম। তারা ক্রমশ দেশের নিরাপত্তার কাছে বড় আতঙ্ক হয়ে দাঁড়ায়। অন্য দিকে রয়েছে সাইবার সেলের পুলিশকর্তা রোহিত দাশগুপ্ত (দেব)। শত্রুপক্ষকে বিনাশ করতে রোহিত সাহায্য নেয় এথিক্যাল হ্যাকার রুক্মিণী মৈত্র ও আদৃত রায়ের। কিন্তু আদৃত আসলে কোন পক্ষে? টুইস্টে মোড়া এ ছবির গল্প।
‘‘আমরা যত ডিজিটাল দুনিয়ার দিকে এগোচ্ছি, ততই কিন্তু থ্রেট বাড়ছে। ব্যাঙ্ক থেকে টাকা চুরি, গুরুত্বপূর্ণ তথ্য গায়েব... কত কিছু হচ্ছে! আজ কোনও মানুষেরই যে কোনও ইনফরমেশন বার করে নেওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। লোকে ছবিটা দেখে বলবে, এ রকমও হয়!’’ বললেন এ ছবির প্রযোজক এবং অভিনেতা দেব। এই ছবির গল্প ও চিত্রনাট্য রানা মুখোপাধ্যায়ের।
তবে ‘পাসওয়ার্ড’-এ রুক্মিণী কিন্তু দেবের প্রেমিকার ভূমিকায় নন। ছবিটি মুক্তি পাবে আগামী পুজোয়।