Iman Chakraborty

মাথা নীচে এবং পা উপরে, শীর্ষাসনে মগ্ন গায়িকার ছবি নেটমাধ্যমে, বলুন তো তিনি কে?

তাঁর লেখা দেখে স্পষ্ট, অনেক দিন ধরেই এই আসন নিখুঁত ভাবে করার চেষ্টা করছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৮:৫২
Share:

শীর্ষাসনে মগ্ন গায়িকা

উল্টে গেলেন। পাল্টে গেলেন। যোগাসন করে চমকে দিলেন অনুরাগীদের। শীর্ষাসনে মগ্ন রয়েছেন তিনি। মুখ দেখা যাচ্ছে না বলে চেনা দায়।

Advertisement

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সেই তারকা। দেহের সমস্ত তাঁর ভার মাথায় রেখে দেহকে মাথার উপর দাঁড় করানো তাঁর।এই আসনকে শীর্ষাসন বলা হয়। পোস্টে তাঁর বক্তব্য দেখে স্পষ্ট, অনেক দিন ধরেই এই আসন নিখুঁত ভাবে করার চেষ্টা করছেন তিনি। প্রশিক্ষণের মধ্যে দিয়ে চলেছেন। কিন্তু এখনও সাহায্য লাগছে। তাঁর পা দু’টি ধরে রয়েছেন আর এক জন। আর সে কথাই তিনি লিখেছেন পোস্টে।

চেনার জন্য একটি বা দু’টি সূত্র দেওয়া যাক এ বার। তিনি এক জন সঙ্গীতশিল্পী। কয়েক মাস আগেই বিয়ে করেছেন। চেনা গেল না? সম্প্রতি সারেগামাপা বিতর্কে জড়িয়েছিলেন তিনি। জয়ী অর্কদীপ মিশ্রকে জড়িয়ে ধরা এবং মঞ্চে উঠে নাচার জন্য তাঁকে কটূক্তি শুনতে হয়েছিল নেটাগরিকদের কাছ থেকে। হ্যাঁ, তিনি গায়িকা ইমন চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement