রেমোর ভারতীয় পাসপোর্ট জাল? উঠল গুরুতর অভিযোগ

ভুয়ো পরিচয়পত্র রাখার অভিযোগ উঠল পপ গায়ক রেমো ফার্নান্ডেজ ও তাঁর ছেলে জোনহ-র বিরুদ্ধে। তাঁরা পর্তুগিজ ও ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভুয়ো ভারতীয নাগরিকত্ব দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে কাশীনাথ শেটের নেতৃত্বে মামলা দায়ের করেছেন গোয়ার তিন রাইট টু ইনফরমেশন অ্যাকটিভিস্ট।

Advertisement
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ১২:৫৪
Share:

ভুয়ো পরিচয়পত্র রাখার অভিযোগ উঠল পপ গায়ক রেমো ফার্নান্ডেজ ও তাঁর ছেলে জোনহ-র বিরুদ্ধে। তাঁরা পর্তুগিজ ও ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভুয়ো ভারতীয নাগরিকত্ব দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে কাশীনাথ শেটের নেতৃত্বে মামলা দায়ের করেছেন গোয়ার তিন রাইট টু ইনফরমেশন অ্যাকটিভিস্ট।

Advertisement

শেটে জানান, ‘‘নাগরিকত্ব আইনের ১৭ ধারায় রেমো ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজনীতিতে নাম লিখিয়েছেন রেমো। ভারতের নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। অথচ রেমো একজন পর্তুগিজ নাগরিক। অন্যদিকে, রেমোর পুত্র জোনাহ ফরাসি নাগরিক হওয়া সত্ব্বেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন।’’ এর আগে গত বছর ডিসেম্বর মাসের গোড়ার দিকে এক নাবালিকাকে হেনস্থার অভিযোগ উঠেছিল রেমোর বিরুদ্ধে।

১৯৯৩ সালে পর্তুগালের নাগরিকত্ব পান রেমো। ২০১৩ সালের ডিসেম্বরে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement