বাবা বিখ্যাত পরিচালক হ্যারি বাওয়েজা। তাঁরই হাত ধরে বি-টাউনে এন্ট্রি। ছবি করেছেন মোটে পাঁচটি। সেগুলোও বক্সঅফিসে ডাহা ফ্লপ। বরং প্রিয়ঙ্কা চোপ়়ড়া কিংবা বিপাশার সঙ্গে সম্পর্কে জড়িয়ে কিছুটা লাইম লাইটে এসেছিলেন। হ্যাঁ ঠিকই, হরমন বাওয়েজাকে নিয়ে কথা হচ্ছে।
যাঁর লুক নাকি খানিকটা হৃতিকের মতো! এমনটাই গুঞ্জন বলিউডে। রাকেশ রোশনের মতোই হ্যারি বাওয়েজাও তাঁর সুদর্শন পুত্রকে সিনেমায় লঞ্চ করেন ২০০৮-এ। ছবির নাম ‘লভ স্টোরি ২০৫০’। আনকোরা হরমনের বিপরীতে প্রিয়ঙ্কা চোপড়া নায়িকা। প্রিয়ঙ্কা তখন রীতিমতো স্টার। ছবিটি নিয়ে খুব হাইপ হলেও, মুক্তি পাওয়ার পরেই মুখ থুবড়ে পড়ে হরমনের ফার্স্ট মুভি। তবে বি-টাউনে চাউর হয়ে যায়, প্রেম করছেন প্রিয়ঙ্কা-হরমন।
পরবর্তী ছবি ‘হোয়াটস ইওর রাশি’। ছবির জুটি সেই প্রিয়ঙ্কা-হরমন। নাহ্! কোনও কামালই দেখাতে পারেনি এই ছবিটিও। হরমনের পরের ছবি ‘ভিকট্রি’। তবে এ বার নায়িকা বদল। অমৃতা রাওকে জুটি করে ফের সিলভার স্ক্রিনে এলেন তিনি। ছবির বিষয় ক্রিকেট-নির্ভর। আশা করা হয়েছিল, ক্রিকেট পাগল এ দেশে ক্রিকেটে ভর করে বক্স অফিসে সাফল্য আসবে। উঁহু, বিধিবাম এ বারও। ধীরে ধীরে সিলভার স্ক্রিন থেকে হারিয়ে যেতে থাকেন হরমন।
‘লভ স্টোরি ২০৫০’ ছবিতে প্রিয়ঙ্কার সঙ্গে হরমন।
২০১৪-য় ‘ঢিশকিয়াওঁ’ এবং ‘চার সাহিবজাদে’ নামে দু’টি ছবিতে অভিনয় করেন হরমন। এই ছবি দু’টির অবস্থা আগেরগুলোর চাইতে আরও খারাপ। সবাই প্রায় ভুলতেই বসেছেন এই নায়কের নাম। তবে তাঁর লুকের জন্য সে সময় বেশ চর্চায় ছিলেন হরমন। অনেকগুলো ফ্যাশন শোতেও শো স্টপার ছিলেন তিনি।
আরও পড়ুন: দাউদের বোনের ‘লভ লাইফ’-এর ছবি প্রকাশ্যে
সে সময়ের গুডলুকিং হিরোকে এখন কেমন দেখতে জানেন? এখনকার হরমনকে দেখলে চিনতেই পারবেন না। কিছু দিন আগে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন তিনি। দেখা যায় সম্পূর্ণ বদলে গিয়েছেন এই অভিনেতা। দেখলে মনে হতে পারে ছত্রিশ বছরের হরমনের বয়সটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখনকার হরমনের সঙ্গে আগের হরমনকে মেলানোটা ভীষণই মুশকিল।
বিশ্বাস না হলে, হরমন বাওয়েজা’র এখনকার ছবি দেখে নিন—
এখন যেমন দেখতে হরমন বাওয়েজাকে। ছবি: ফেসবুকের সৌজন্যে।