Shamita Shetty

Shamita-Raquesh: শমিতার সঙ্গে আর সম্পর্কে নেই, তার ইঙ্গিত কি দিয়েই ফেললেন রাকেশ?

শমিতা-রাকেশের সম্পর্কে নাকি দাঁড়ি পড়ে গিয়েছে? বুধবার থেকে এই খবরে উত্তাল নেট দুনিয়া। অবশেষে মুখ খুললেন রাকেশ নিজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৮:৫৭
Share:

রাকেশ-শমিতার বিচ্ছেদ?

জল্পনা সত্যি করে তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। রাকেশ বাপট এবং শমিতা শেট্টিকে নিয়ে বুধবার থেকে তোলপাড় বলিপাড়ায়। ঘনিষ্ঠ জনেরা বলছেন, সম্পর্কে ইতি টেনেছেন দুই তারকা। কী কারণে বিচ্ছেদ, তা যদিও এখনও স্পষ্ট নয়। কিন্তু যাঁদের ঘিরে এত কাণ্ড, তারা কই? অনুরাগীদের প্রশ্ন ছিল সেটাই।

Advertisement

শেষমেশ অবশ্য মুম্বই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রাকেশ। তবে তাঁর স্পষ্ট দাবি, ‘‘এই বিষয়ে কথা বলতে রাজি নই। আমরা নিজেদের সম্পর্ক বরাবরই ব্যক্তিগত রাখতে চেয়েছি। তাই এখনও চাই না এই নিয়ে কোনও কথা হোক।’’

প্রশ্ন উঠেছে— তবে কি বিচ্ছেদের কথা এক প্রকার স্বীকারই করলেন অভিনেতা? রাকেশের কথায় তেমনটাই যে ইঙ্গিত দেখছেন অনুরাগীরা!

Advertisement

‘বিগ বস ওটিটি’-তেই প্রেমের শুরু রাকেশ-শমিতার। রিয়্যালিটি শো-এর পরেও সম্পর্ক যে গড়িয়েছিল অনেকটাই, সে কথা কারও অজানা নয়। একাধিক বার পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত। একসঙ্গে জন্মদিন পালন, খেতে যাওয়া, ঘুরতে যাওয়া— সব কিছুই আসছিল প্রকাশ্যে। মুম্বইয়ের টেলিপাড়ায় গুঞ্জন ছিল, খুব শিগগিরি সাতপাক ঘুরবেন দু’জনে। তার কিছু দিনের মধ্যেই দিদি শিল্পা শেট্টির জন্মদিন। সেখানে আর জুটিতে দেখা যায়নি দু’জনকে। বিচ্ছেদের চর্চা শুরু তখন থেকেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement