দুয়ার জন্য কী করলেন ঠাকুমা অঞ্জু ভবনানি? ছবি: সংগৃহীত।
দেখতে দেখতে কেটে গিয়েছে দুয়ার জন্মের তিন মাস। সেই উপলক্ষে ঠাকুমা অঞ্জু ভবনানির তরফ থেকে এল বিশেষ ‘উপহার’। ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের কোলে এসেছে দুয়া। তবে এখনও কন্যার মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। মঙ্গলবার দুয়ার জন্মের তিন মাস উপলক্ষে নিজের মাথার চুল কেটে ফেললেন রণবীরের মা অঞ্জু ভবনানি।
পিঠ ছাড়িয়ে প্রায় কোমরছোঁয়া লম্বা চুল ছিল অঞ্জুর। কিন্তু গণেশ চতুর্থীতে ঘরে এসেছে ‘লক্ষ্মী’। তাই সেই চুল দান করলেন তিনি। সমাজমাধ্যমে সেই কাটা চুলের ছবি পোস্ট করে রণবীরের মা লিখেছেন, “তিন মাস পূর্ণ হওয়ায় আমার প্রিয় দুয়াকে অনেক শুভেচ্ছা জানাই। এই বিশেষ দিনটায় আমার তরফ থেকে অনেক ভালবাসা। দুয়ার বড় হয়ে ওঠার উদ্যাপন করছি। তার সঙ্গে মনে রেখেছি, জীবনে চলার পথে দয়া, আন্তরিকতা ও ভাল হয়ে ওঠা কতটা জরুরি।”
ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান করার সিদ্ধান্ত নিয়েছেন রণবীরের মা। তাই পোস্টের শেষে তিনি লিখেছেন, “যাঁরা কঠিন লড়াই করছেন, তাঁদের জীবনে সামান্য আত্মবিশ্বাস ও স্বচ্ছন্দ যোগ করবে আমার এই ছোট্ট কাজ। এটাই আমার আশা।” নাতনির জন্মের তিন মাসে ঠাকুমার এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকেরা।
কয়েক দিন আগেই বেঙ্গালুরু থেকে ফিরেছেন দীপিকা। সেই সময় বিমানবন্দরে দীপিকার কোলে দেখা যায় ছোট্ট দুয়াকে। মাতৃক্রোড় আঁকড়ে ছিল একরত্তি। বিমানবন্দর থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়েন দীপিকা। তাই ছোট্ট দুয়ার মুখ ক্যামেরাবন্দি করতে পারেননি ছবিশিকারিরা। বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা।