Ranveer Singh

‘বাঘের সঙ্গে আমার ঘনিষ্ঠ ছবি কে দিল?’ খুঁজছেন রণবীর

স্টোরিতে সেই ছবি শেয়ার করে তিনি জানতে চেয়েছেন, ‘‘কে বানিয়েছে এই ছবি?’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৩:৪১
Share:

এই ছবি কে বানিয়েছে, তা জানতে চাইছেন রণবীর। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

লকডাউনে ঘরবন্দি রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। দীপিকার বানানো খাবার খেয়ে আর ঘুমিয়েই দিন কাটছে তাঁর। এ সবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মজার মজার জিনিস পোস্ট করেছেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি তিনি পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। স্টোরিতে সেই ছবি শেয়ার করে তিনি জানতে চেয়েছেন, ‘‘কে বানিয়েছে এই ছবি?’’ সঙ্গে দিয়েছেন হাসির ইমোজি।

Advertisement

ইনস্টাগ্রাম স্টোরিls রণবীরকে দেখা যাচ্ছে একটি বাঘের গায়ে হাত রেখে ছবি তুলতে। ঠিক যেমন ছবি দেখা গিয়েছে নেটফ্লিক্স সিরিজ ‘টাইগার কিং’য়ে। সেই সিরিজের চরিত্র জো এক্সোটিককে যে পোশাকে, যে ভঙ্গিতে বাঘের সঙ্গে দেখা গিয়েছে, ঠিক সে ভাবেই দেখা যাচ্ছে রণবীরকে।

কিন্তু তিনি ঘরবন্দি। অথচ টাইগির কিংয়ের ভঙ্গিতে তাঁর সঙ্গে বাঘের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রযুক্তির কেরামতিতে এই কাজ কে করল তা জানতেই সেই পোস্ট করেছেন তিনি। দেখুন ‘টাইগার কিং’ সিরিজে জো এক্সোটিকের সঙ্গে বাঘের ছবি—

Advertisement

আরও পড়ুন: শরীরে শরীর মিলিয়ে দেওয়ার পর সুস্মিতা কবে বিয়ে করছেন রহমানকে?

আরও পড়ুন: সলমনের বিপরীতে প্রথম ছবিতে অভিনয় করেও বলিউড থেকে হারিয়ে যান এই পাঁচ নায়িকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement