বাঁ দিকে রঙ্গোলি এবং ডান দিকে টুইঙ্কল।
আবারও শিরোনামে রঙ্গোলি চান্ডেল। এ বার বিতর্কে জড়িয়ে পড়লেন টুইঙ্কল খান্নার সঙ্গে। প্রসঙ্গ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর নামের ভুল উচ্চারণ।
গত ২৪ ফেব্রুয়ারি দু’দিনের ভারত সফরে এসেছিলেন ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে আমজনতার পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁর নামের ভুল উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়াও ভরে যায় হরেক রকম মিমে। ব্যঙ্গ করে টুইঙ্কলও লেখেন, “মোদীর ভুল উচ্চারণ কি এটাই প্রমাণ করে যে ট্রাম্পের পুরুষত্ব সাধারণ পুরুষের থেকে অনেকটাই বেশি? সেই জন্যই কি ভারতীয়দের ‘নমস্তে’ বলে অভিবাদন জানালেন ট্রাম্প?”
এরপরেই টুইঙ্কলকে কুৎসিত মন্তব্য করেন কঙ্গনার দিদি। টুইটারে তিনি লেখেন, “ম্যাম যে ভাবে আপনি আপনার প্রতিটি লেখায় যৌনাঙ্গ, পুরুষাঙ্গ— ইত্যাদি শব্দের ব্যবহার করতে থাকেন তাতে বোঝাই যায় যে আপনার বিয়ের অনেক দিন হয়ে গিয়েছে। ট্রাম্পের নামের মধ্যেও আপনি যৌনতা খুঁজে পেলেন। বিয়ের কিছু বছর পর কি সবাই এমনটাই হয়ে যায়? সব জায়গাতেই যৌনতার গন্ধ খুঁজে পায়?”
আরও পড়ুন-সৃজিত-মিথিলার রিসেপশন যেন চাঁদের হাট, কারা এলেন, কী খেলেন দেখে নিন
দেখুন টুইঙ্কল কি লিখেছেন
রঙ্গোলির ওই মন্তব্য নিয়ে আপাতত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটাগরিকরা, এক জন লিখেছেন, “উনি (টুইঙ্কল) যদি কিছু ‘আপত্তিকর’ মন্তব্য করেও থাকেন তাতে করেও টুইঙ্কলকে ব্যক্তিগত আক্রমণ করা রঙ্গোলীর সাজে না। যদি প্রতিবাদ করতেই হতো অন্যভাবেও বলতে পারতেন রঙ্গোলি।” তবে অনেকেই রঙ্গোলির মন্তব্যের সমর্থ ন করে লিখেছেন, “এ ভাবে কারও উচ্চারণ নিয়ে টুইঙ্কলের মজা করা উচিত হয়নি।”
দেখুন রঙ্গোলির টুইট
বিতর্ক অবশ্য রঙ্গোলির জীবনে নতুন নয়। হৃতিক থেকে আলিয়া, মালাইকা থেকে টুইঙ্কল—বারেবারেই অভিনেতাদের প্রসঙ্গে কদর্য মন্তব্য করে নেটাগরিকদের বিরাগভাজন হয়েছেন তিনি।
আরও পড়ুন-রাহুল-সন্দীপ্তা, প্রিয়ঙ্কা-তথাগত, সৃজিতের বিয়েতে নতুন সঙ্গীদের হাত ধরে হাজির টলি সেলেবরা