গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ঋষি-পুত্রের সঙ্গে মহেশ ভট্ট-কন্যার দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে ২০২২ সালে। তখন থেকেই ‘রণলিয়া’ জুটিকে ঘিরে রয়েছে ক্যামেরা। ২০২২ সালেই তাঁদের কন্যাসন্তান রাহা কপূরের জন্ম হয়েছে। এই মুহূর্তে স্ত্রী, কন্যাকে নিয়ে ঘোর সংসারী রণবীর কপূর। এমনিতেই মায়ের বাধ্য ছেলে রণবীর। অতীতে নিজের প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রেও নাকি মায়ের কথা শুনে চলতেন রণবীর, এমন কানাঘুষো শোনা যায়। তবে আলিয়ার ক্ষেত্রে পরিস্থিতিটা কেমন, শাশুড়ি নীতু কপূরের সঙ্গে কেমন সম্পর্ক বৌমা আলিয়ার ফাঁস করলেন রণবীর।
রণবীর-আলিয়ার বয়সের ফারাকও এক বিশেষ আলোচনার বিষয় ছিল সে সময়ে। দু’জনের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। তবে আপাতত তাঁরা দু’জনেই বলিপাড়ার অন্যতম ‘পাওয়ার কাপল’! সালটা ২০১৮। তখনই আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীরের। ২০২০ সালেই তখনই বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন তাঁরা। তবে কোভিড অতিমারি, ঋষি কপূরের মৃত্যু— একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। যদিও কপূরের পরিবারের ভাল-মন্দ সব ব্যাপারের সব সময় পাশে ছিলেন আলিয়া। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছিমছাম ভাবে বিয়ে সারেন তাঁরা। বিয়ের আগে প্রায় পাঁচ বছর ধরে কপূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁর। তাই মায়ের সঙ্গে আলিয়া খুব সহজ ভাবেই মিশে যেতে পেরেছেন। রণবীরের কথায়, “আমার মা ও আলিয়ার সম্পর্কটা খুব সহজ। সঠিক সময় সবটা হয়ে গিয়েছে। ওঁরা একের অপরের সঙ্গে খুব সৎ ভাবে মেশেন। আমি যতটা না খোলামেলা ভাবে মিশি মায়ের সঙ্গে আলিয়া তার থেকে অনেক এগিয়ে, বলতেই হয়। আমার জীবনে আমার মা, স্ত্রী, দিদি ও মেয়ে রাহা অসাধারণ সব নারীদের মধ্যে আবর্তিত।’’