Ranbir Kapoor

গাঢ় নীল স্যুট, চোখে রোদচশমা, নতুন ভিডিয়োতে জল্পনা বাড়ালেন রণবীর

সদ্য মুক্তি পেয়েছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির ট্রেলার। এখনও দিল্লিতে পরের ছবি ‘অ্যানিমাল’-এর শুটিং করছেন রণবীর কপূর। প্রকাশ্যে এল ছবির শুটিংয়ের কিছু দৃশ্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৮
Share:

গাঢ় নীল স্যুটে রাশভারী চেহারা, নতুন ভিডিয়োতে জল্পনা বাড়ালেন রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

গত বছর নভেম্বরে সদ্য বাবা হয়েছেন। ‘শামশেরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও বছরের শেষের দিকে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার পরে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছেন রণবীর কপূর। নতুন বছরে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে লভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির ট্রেলার। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কপূর। ছবির ট্রেলার মুক্তির পরে তা নজর কেড়েছে দর্শকের। এ বার ‘অ্যানিমাল’-এর লুকে ধরা দিলেন রণবীর। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়ো।

Advertisement

গাড় নীল স্যুট, চোখে রোদচশমা, ঠোঁটের কোণে সিগারেট। সামনে সারি সারি কালো গাড়ি। গাড়ির পিছন থেকে বার করা হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়ো থেকেই পরিষ্কার, বেশ রাশভারী চরিত্রে দেখা যেতে চলেছে ‘রাজনীতি’ খ্যাত অভিনেতাকে।

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিমাল’-এ অভিনয় করেছেন রণবীর। ছবি: সংগৃহীত।

‘অর্জুন রেড্ডি’ খ্যাত দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিমাল’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর ও রশ্মিকা মান্দানা। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কপূর, ববি দেওল, তৃপ্তি দিম্রির মতো অভিনেতাদের। খবর, ছবির শুটিং প্রায় শেষের পর্যায়ে। ‘পাঠান’ মুক্তির পরে ছবির কলাকুশলী একসঙ্গে শাহরুখ খানের ছবিও দেখেন।

Advertisement

নতুন বছরের প্রথম দিনেই ছবির পোস্টার প্রকাশ করেন পরিচালক নিজে। ছবির পোস্টার টুইট করে নতুন বছরের শুভেচ্ছা জানান পরিচালক। সঙ্গে ছবিমুক্তির দিনও জানিয়ে দেন সন্দীপ রেড্ডি বঙ্গা। ‘অ্যানিমাল’ ছবির পোস্টারে দেখা যায় রক্তস্নাত রণবীর কপূরকে। এক হাতে তাঁর কুঠার, অন্য হাতে সিগারেট। চলতি বছরের ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘অ্যানিমাল’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement