‘নীরজা’য় সোনম
ছবির শিরোপা তিনি উৎসর্গ করলেন ভানট পরিবারকে। তিনি ‘নীরজা’র নির্দেশক রাম মাধবাণী। ‘নীরজা’, এক বিমানসেবিকার বায়োপিক। বিমানকে অপহরণ থেকে বাঁচিয়ে, ৩৫০ জন যাত্রী সমেত ক্রু-এর প্রাণরক্ষা করে শেষমেশ যিনি নিহত হন দুষ্কৃতীদের গুলিতে। ‘‘ফোনটা সাইলেন্টে ছিল। পরে দেখি ৮৯টা মিস়ড কল, শ’য়ে শ’য়ে মেসেজ। তখন ছেলের কাছেই পুরস্কারের কথাটা শুনলাম,’’ বলেছেন রাম।
ওই সময় ছেলেকে নিয়ে তিনি ছিলেন এক আয়ুর্বেদিক সেন্টারে। খবর শোনার পর হার্বাল চা দিয়ে ‘চিয়ার্স’ও সেরেছেন বাপ-বেটা। রাম কথা বলেছেন নীরজার দুই ভাইয়ের সঙ্গে। জানিয়েছেন, ‘‘অখিল আর অনীশ দু’জনে তো বটেই, গোটা পরিবারই এমন স্বীকৃতিতে অসম্ভব খুশি।’’ কথা হয়েছে সোনম কপূরের সঙ্গেও। নামভূমিকায় ছিলেন সোনমই। আশ্চর্য, ওই ফোনালাপেই রাম জানতে পারেন, সোনম তখন মহেশ্বরে, ‘পদ্মা’র শ্যুটিং-এ। যেখানে আবার ‘নীরজা’র ক্লাইম্যাক্স শ্যুট করা হয়েছিল!