Bollywood

Ram Charan : ১০ বছর বিয়ের পরেও নিঃসন্তান কেন, মুখ খুললেন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা

কেন সন্তান হয়নি রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনার? এ নিয়ে জল্পনার শেষ নেই। উত্তর মিলল দম্পতির কাছেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৩:৩৬
Share:

মুখ খুললেন রাম চরণ

প্রায় ১০ বছর হয়ে গেল তাঁদের বিবাহিত জীবনের। দক্ষিণী তারকা রাম চরণ এবং স্ত্রী উপাসনা কবে সন্তানের বাবা-মা হবেন? ঘুরেফিরে বার বারই প্রশ্নটা দম্পতির কাছে। তাঁদের পরিবারে নতুন অতিথির অপেক্ষায় দিন গুনেই চলেছেন অনুরাগীরা। সেই অদম্য কৌতূহলের জবাবে অবশেষে মুখ খুললেন অভিনেতার স্ত্রী। জানিয়ে দিলেন, এই মুহূর্তে সন্তান নেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই যে এই সিদ্ধান্ত, স্পষ্ট করে দিয়েছেন তা-ও।

Advertisement

এই প্রসঙ্গে সদগুরুর উপদেশের কথাও তুলে ধরেছেন উপাসনা। জানিয়েছেন, সদগুরুর মতে, পরিবেশ দূষণ দিনে দিনে বেড়ে চলেছে। জনসংখ্যা বাড়ার ফলেও কিন্তু তা পরিবেশে প্রভাব ফেলে। তাই ‌ইদানিং অনেক নারী সন্তানহীন জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তা দেখে তাঁর ভাল লাগছে বলেও তাঁকে জানিয়েছেন সদগুরু।

অন্য দিকে, নিজের ব্যক্তিজীবন নিয়ে অনেক অনুষ্ঠানেই কথা বলেন ‘আরআরআর’-এর অভিনেতা। স্ত্রীর মতো এ বার তিনিও খুলে বলেছেন পরিবার পরিকল্পনার কথা। রামচরণের কথায়, ‘‘সিনেমাই আমার ভালবাসা। তাই এই মুহূর্তে সন্তান নিতে প্রস্তুত নই আমরা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement