Ram Charan

মনোনয়ন এসেছে আগেই, এ বার অস্কারের মঞ্চে দেখা যাবে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্স?

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন অর্জন করেছে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। এ বার কি অস্কারের মঞ্চে সেই গানে পারফর্ম করবেন রামচরণ?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫
Share:

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের তালে পা মেলাবেন রাম চরণ? — ফাইল চিত্র।

বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য ‘নাটু নাটু’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন অর্জন করেছে আগেই। এ বার খবর, অস্কারের মঞ্চে দেখা যেতে পারে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সও। আগামী ১২ মার্চ (ভারতীয় সময় অনুযায়ী ১৩ মার্চ) কি অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের তালে পা মেলাবেন ‘আরআরআর’ খ্যাত দক্ষিণী তারকা রামচরণ? জল্পনার উত্তর দিলেন অভিনেতা নিজেই।আর সপ্তাহ দুয়েক পরেই অস্কারের অনুষ্ঠান। তার আগে ‘আরআরআর’-এর কলাকুশলীর তরফ থেকে আমেরিকায় গিয়েছেন দক্ষিণী তারকা অভিনেতা রাম চরণ। একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।

Advertisement

এ রকম এক সাক্ষাৎকারেই রামচরণকে প্রশ্ন করা হয়, অস্কারের মঞ্চে তাঁকে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করতে দেখা যাবে কি না। প্রশ্নে রামচরণের উত্তর, ‘‘যেখানেই ‘নাটু নাটু’ প্রশংসিত হয়েছে, আমরা সেখানেই পারফর্ম করতে প্রস্তুত। কিন্তু সব জায়গায় তো সেই সুযোগ থাকে না। তবে অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং তেমন সময় থাকে, তা হলে দর্শকের জন্য আমরা খুশিমনে ‘নাটু নাটু’ গানে পারফর্ম করব।’’ প্রসঙ্গত, চলতি বছরের অস্কারের মঞ্চে ‘লিফ্‌ট মি আপ’ গানে পারফর্ম করতে চলেছেন পপ তারকা রিহানা। সেরা মৌলিক গানের বিভাগে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’র পাশাপাশি মনোনয়ন অর্জন করেছে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ ছবির সাউন্ডট্র্যাকের এই গান।

মনোনয়নের তালিকায় আছে ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ়’ গানটিও। অস্কারের অনুষ্ঠানে সেই গান পারফর্ম করবেন পপ গায়িকা সোফিয়া কারসন ও ডায়ান। শোনা যাচ্ছে, বিশ্বজোড়া জনপ্রিয়তার খাতিরে ‘নাটু নাটু’ গানের পারফর্ম্যান্সের আয়োজন করার কথা ভাবছেন অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement