মোদীর 'বলিউড প্রীতি' নিয়ে প্রশ্ন দক্ষিনী তারকার স্ত্রীর।
গতকাল নিজের বাসভবনে বলিউডের তাবড় সেলিব্রিটিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা বলে জানা যায়। কিন্তু এই আলোচনা নিয়েই প্রশ্ন তুললেন দক্ষিণী তারকা রামচরণ তেজার স্ত্রী উপাসনা।
প্রধানত গাঁধীকে নিয়ে যাতে আরও বেশি করে সিনেমা এবং টেলিভিশনে কাজ করা হয় সেই উদ্দেশ্য নিয়েই এই আলোচনার আসর বসানো হয়েছিল।এতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, একতা কাপুর, কপিল শর্মার মতো তারকারা। কিন্তু এই অনুষ্ঠানে বলিউড তারকাদের বাদ দিয়ে অন্য কোনও ইন্ডাস্ট্রির তারকাদের দেখা যায়নি। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন উপাসনা।
উপাসনা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনার প্রতি সম্মান এবং বিশ্বাস রেখে বলছি, যে আলোচনার আয়োজন করা হয়েছিল তা বলিউডের তারকাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দক্ষিণী তারকা হোক বা অন্য ইন্ডাস্ট্রির তারকাদের আমার মনে হয় অবহেলা করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি। এ দিকে যদি নজর দেওয়া যায় ভাল হয়।’
আরও পড়ুন: ইচ্ছে ডানায় ভর করে স্বপ্ন উড়ান, মিসেস উওম্যান ইউনিভার্স-এ তৃতীয় গড়িয়ার অপ্সরা
প্রধানমন্ত্রীর তরফ থেকে অবশ্য এখনও কোনও রকম প্রতিক্রিয়ায় দেওয়া হয়নি।