Rakul Preet Singh

হাতে সময় নেই, শরীরচর্চার নতুন কী রাস্তা বাছলেন রাকুল প্রিত?

সদ্য কাজে ফিরেছেন। তাই প্রচণ্ড ব্য়স্ত। শ্যুটিংয়ে যাওয়ার পথেই শরীরচর্চা করছেন রাকুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৯:২৭
Share:

রাকুল প্রিত সিংহ। ফাইল চিত্র

ফিটনেস সচেতন বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত রাকুল প্রিত সিংহ। হালে করোনা সংক্রমণ থেকে সেরে উঠে কাজে ফিরেছেন তিনি। কিন্তু শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে এখন জিমে যাওয়ার সময় নেই তাঁর। তাই তিনি নিলেন অভিনব পদ্ধতি। এ বার থেকে শ্যুটিংয়ে যাবেন সাইকেলে চেপে।

Advertisement

বুধবার ইনস্টাগ্রামে এক পোস্ট করে রাকুল জানিয়েছেন এই কথা। সঙ্গে জুড়ে দিয়েছেন সাইকেল চালানোর ছোট্ট ভিডিয়োও। বলেছেন, জিমের সময় বাঁচানোর জন্যই তাঁর এই উদ্যোগ। পাশাপাশি ব্যায়ামটাও হয়ে যাচ্ছে।

‘সময় বাঁচাতে সাইকেল চালিয়েই সেটে... ১২ কিলোমিটার রাস্তা’, সমাজমাধ্যমে লিখেছেন তিনি।

Advertisement

হালে তিনি ‘মেডে’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং অজয় দেবগণ। এই ছবির হাত ধরে অজয় আবার ফিরে এসেছেন পরিচালনায়। ২০২২-এর ২৯ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন: ভানুর জন্মশতবার্ষিকী পালন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, উপহার তথ্যচিত্র

আরও পড়ুন: বেআইনি নির্মাণকাজ চালাচ্ছেন সোনু সুদ, বম্বে হাইকোর্টে অভিযোগ বিএমসি-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement