“অনেক টাকা খরচা করেছি, দেখাব না কেন?”

তাঁকে আপনি ভালবাসতে পারেন। তাঁকে ঘৃণাও করতে পারেন। কিন্তু তাঁকে ‘ইগনোর’ করা অসম্ভব। তিনি রাখি সবন্ত। আর এ বার এ হেন দাবি করেছেন এই ‘কনট্রোভার্সি ক্যুইন’। সম্প্রতি রাখির টুইটারে কোনও এক পুং-বীর লিখেছিলেন, “শুধু ক্লিভেজ দেখানোর জন্যই জন্মেছেন রাখি সবন্ত”।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১৬:৫৫
Share:

তাঁকে আপনি ভালবাসতে পারেন। তাঁকে ঘৃণাও করতে পারেন। কিন্তু তাঁকে ‘ইগনোর’ করা অসম্ভব। তিনি রাখি সবন্ত। আর এ বার এ হেন দাবি করেছেন এই ‘কনট্রোভার্সি ক্যুইন’। সম্প্রতি রাখির টুইটারে কোনও এক পুং-বীর লিখেছিলেন, “শুধু ক্লিভেজ দেখানোর জন্যই জন্মেছেন রাখি সবন্ত”। তার উত্তরে লাস্যময়ীর সপাট জবাব, “হ্যালো ফেমাস বয়, আমি ক্লিভেজের জন্য অনেক পয়সা খরচ করেছি। তাহলে দেখাবো না কেন?” ক্লিভেজ বা বক্ষবিভাজিকা নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে বলিউডে। দীপিকা পাড়ুকোন বলেছিলেন, “আমি মহিলা। তাই আমার বক্ষবিভাজিকা থাকবে। এটাই তো স্বাভাবিক।”

Advertisement

বিনোদন দুনিয়ায় কেরিয়ার তৈরি করতে গেলে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই শরীর চর্চা করেন নিয়মিত। রুপটানের মাধ্যমে সতেজ রাখেন দেহলতা। যাতে যে কোনও পোশাকেই স্বচ্ছন্দ হতে পারেন তাঁরা। সে ব্যাকরণ মেনেই নিজের সাজ পোশাকের খোলামেলা জবাব দিয়েছেন রাখি।

এর আগে পপ গায়ক মিকার রাখিকে চুমু খাওয়া হোক বা রাজনীতির ময়দানে ভোট প্রচার বার বার বিতর্কে জড়িয়েছেন এই পেজ থ্রি সেলেব। কিন্তু এত বিস্ফোরক উত্তর তাঁর কাছ থেকে এর আগে পাওয়া গিয়েছে বলে মনে করতে পারছেন না বলিউডের একাংশ।

Advertisement

তবে রাখির সাফ যুক্তি, তাঁকে কারও পছন্দ না হলে তিনি দেখবেন না। তবে তিনি কী পোশাক পরবেন বা তাতে তাঁর শরীরের কতটা অংশ দেখা যাবে এটা একান্তই রাখির ব্যক্তিস্বাধীনতার বিষয়। তাই আপনি তাঁকে ঘৃণা করবেন, নাকি ভালবাসবেন তাতে রাখির কিছু যায় আসে না। তিনি তাঁর মতো। দর্শক হিসাবে তাঁকে তাঁর মতো করেই গ্রহণ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement