রজনীকান্তের স্ত্রী লতা।
বিজ্ঞাপন সংস্থার টাকা না মেটানোয় রজনীকান্তের স্ত্রী লতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে পারে। জানা গিয়েছে, একটি বিজ্ঞাপন সংস্থা থেকে ধার নেওয়া ছ’ কোটি ২০ লক্ষ টাকা সময় পেরিয়ে যাওয়ার পরও শোধ করতে পারেননি লতা।
ঘটনার সূত্রপাত ২০১৪-এ। মুক্তি পেয়েছিল রজনীকান্ত এবং দীপিকা পাড়ুকোনের ছবি ‘কোচাদাইয়ান’। এই ছবিতেই পরিচালক হিসেবে হিসেবে ডেবিউ করেছিলেন রজনীর ছোট মেয়ে সৌন্দর্য্যা।
১২৫ কোটির ‘কোচাদাইয়ান’-এর পোস্ট প্রোডাকশনের জন্য নাকি ওই সংস্থার থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিল লতার সংস্থা ‘মিডিয়াওয়ান গ্লোবাল এন্টারটেনমেন্ট লিমিটেড’। ওই সংস্থার ডিরেক্টর লতার বিরুদ্ধে অভিযোগ, এখনও পর্যন্ত ঋণের ছ’কোটি ২০ লক্ষ টাকা শোধ করতে পারেননি তিনি। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, লতার জন্যই ওই সংস্থাকে ঋণ দিতে তাঁরা রাজি হয়েছিলেন।
আরও পড়ুন, মধ্যরাতে আলিয়ার বাড়িতে রণবীর!
যদিও এর আগে কর্ণাটক হাইকোর্ট বিষয়টিকে খারিজ করে বলেছিল, এটি জালিয়াতি নয়, চুক্তিভঙ্গ। সুপ্রিম কোর্ট বলে, প্রাথমিক পর্যায়ে লতার বিরুদ্ধে অভিযোগ বাতিল করা হাইকোর্টের উচিত হয়নি। শীর্ষ আদালতে বক্তব্য, ‘যদি ঋণ শোধ না করেন, তা হলে মামলার জন্য তৈরি থাকতে হবে।’