রজনী এবং তাঁর পুরনো বন্ধু পি রাজ বাহাদুর।
কাবালি জ্বরে আক্রান্ত গোটা দেশ। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু মুক্তির আগেই ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কাবালি। এ বার কাটাছেঁড়ার পালা। বিভিন্ন সংবাদমাধ্যমে রিভিউ বের হচ্ছে। রেটিং পাচ্ছেন সুপারস্টার রজনীকান্ত।
কিন্তু এই সব রিভিউয়ে রজনীর কিছুই যায় আসে না। তিনি মাত্র একটা রিভিউয়ের জন্যই অপেক্ষা করেন। কার জানেন? তিনি হলেন রজনীর পুরনো বন্ধু পি রাজ বাহাদুর। এক সময় তাঁরা দু’জনে এক সঙ্গে বাস কন্ডাক্টারি করতেন।
থালাইভা সে সময় অভিনেতা নন। সামান্য বাস কন্ডাকটারি করে সংসার চালান। রাজের সঙ্গে সে সময় থেকেই বন্ধুত্ব। আজও তা অটুট। কেরিয়ারে সাফল্য, ব্যর্থতা দুই দেখেছেন রজনী। কিন্তু আজও কোনও ছবি মুক্তি পেলে তা রাজের কেমন লাগল জানার জন্য অপেক্ষা করেন এই তামিল সুপারস্টার।
রাজের কথায়, ‘‘শ্রীনগর থেকে কেম্পেগোয়াদা পর্যন্ত যে বাস চলত তারই আটটা শিফট আমি আর রজনী এক সঙ্গে করতাম। তখন থেকেই ওর অভিনয়ের প্রতি খুব আগ্রহ ছিল। চেন্নাইয়ের একটা অভিনয় শেখার স্কুলে আমিই ওকে ভর্তি হতে জোর করেছিলাম। সেটা ছিল ওর স্ট্রাগলিং পিরিয়ড। দু’বছর অভিনয় শেখার পর ও পরিচালক কে বালাচন্দ্রের নজরে পড়ে। এর পরই প্রথম ব্রেক পায় রজনি। ব্যাস, আর পিছনে তাকাতে হয়নি। এখনও কোনও ছবি রিলিজ করলেই আমার ফোনের জন্য ও অপেক্ষা করে। আমার কেমন লাগল সেটা জানতে চায়। আমি খোলামনে চাঁচাছোলা ভাষায় ওর সমালোচনা করি।’’
রাজ আরও জানিয়েছেন, অনেক হল মালিক নাকি তাঁকে স্পেশালি রজনীকান্তের সিনেমা দেখাতে চান। কিন্তু তিনি সে সবে কোনও দিনই রাজি হননি। এমনকী পুরনো বন্ধুও তাঁকে নানা ভাবে সাহায্য করেছেন, তাঁকে বাস কন্ডাক্টারি ছেড়ে দিতে বলেছেন। কিন্তু রাজ তা নেননি। কারণ? রাজ বললেন, ‘‘আমি ওর সাহায্যের অনুরোধ সব সময়ই এড়িয়ে গিয়েছি। এতে হয়তো আমাদের বন্ধুদের ওপর প্রভাব পরতে পারে।’’
আরও পড়ুন
যে ৮ কারণে আপনাকে কাবালি দেখতেই হবে
‘কাবালি’র ভুয়ো রিভিউ ফেসবুকে ভাইরাল!
কেন ‘বাবা’ দত্তক নিলেন সুপারস্টার রজনীকান্ত?