Raj Chakraborty

ছেলে ইউভানের কাঁধে সব দায়িত্ব চাপিয়ে অবসর নিলেন রাজ চক্রবর্তী

রাজের এই পোস্টে ছোট্ট ইউভানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। মাত্র ৪ মাস বয়সেই এত্ত বড় দায়িত্ব পালন করতে হবে বলে কথা!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৬:১৭
Share:

ইউভানের সঙ্গে রাজ চক্রবর্তী।

অবসর নিয়ে নিলেন রাজ চক্রবর্তী! ছেলে ইউভানের ছোট্ট কাঁধে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলেন পরিচালক।

না না, নিছক রসিকতা নয়! রবিবার সকালে এক্কেবারে প্রমাণ-সহ ইনস্টাগ্রামে ঘোষণা সারলেন রাজ। ইউভানের একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে ধূসর রঙা জামা প্যান্ট পরে বাবার অফিসে তাঁরই চেয়ারে রাজকীয় মেজাজে বসে রয়েছে সে। রাজ লিখলেন, ‘রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের নতুন বস ইউভান চক্রবর্তী। আমি এ বার নিশ্চিন্ত হলাম। আজ থেকে ও সব কিছুর দেখাশোনা করবে’।

রাজের এই পোস্টে ছোট্ট ইউভানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। মাত্র ৪ মাস বয়সেই এত্ত বড় দায়িত্ব পালন করতে হবে বলে কথা!

Advertisement

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

বছরের শুরুতেই ‘বস’-এর সিংহাসনে অধিষ্ঠান করলেও, বড়দিনে ‘সান্তা ক্লজ’ সেজে মা-বাবার মুখে হাসি হয়ে ফুটেছিল ইউভান। ব্যস্ত রুটিনের মাঝেই ‘রাজশ্রী’র দিন কাটে তাঁদের ‘সিম্বা’কে নিয়ে। ইউভানের জন্মের পর থেকেই তাঁদের ইনস্টাগ্রাম জুড়ে শুধু তার ছবি। ছোট্ট ইউভানই এখন তাঁদের পৃথিবী। তাকে নিয়েই আগামীর স্বপ্ন বুনছেন টলিউডের এই হেভিওয়েট দম্পতি।

Advertisement

আরও পড়ুন: গুরু সলমনের কাছে গ্রুমিংয়ের ফাঁকেই মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন

এক বছর পর আসছে ব্যোমকেশ ওয়েব সিরিজ, মুক্তি পেল ট্রেলার​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement