Raj Chakraborty

Raj-Subhashree: ভেজা শরীরে রোদের চিকিমিকি, রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

মলদ্বীপে রয়েছেন তারকা-দম্পতি। ব্যস্ত রুটিনের ফাঁকে ছেলে ইউভানকে নিয়ে ছোট্ট ছুটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৩:৩৩
Share:
রাজ  চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

‘লাইট, সাউন্ড, অ্যাকশন’ নেই। নেই কোনও ব্যস্ততা। হাজার হাজার মাইল দূরে খোলা আকাশ আর নির্জনতা এখন তাঁদের সঙ্গী। নীল জলে ভিজে সারা দু’জনে। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

তারকা-দম্পতি এখন মলদ্বীপে। ছেলে ইউভানকে নিয়ে সেখানেই ছুটি কাটাচ্ছেন। আনন্দ-যাপনের ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে। ঠিক যেমন করলেন মঙ্গলবার। নেটমাধ্যমে উঠে এল তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ঝলক। একান্তে কী ভাবে সময় কাটছে রাজ-শুভশ্রীর?

যত দূর চোখ যায়, শুধুই জল। তারই মাঝে কাছাকাছি দু’জনে। ভেজা শরীরে রোদের চিকিমিকি। রাজের হাত ছুঁয়ে শুভশ্রীর হাত। কালো ব্রালেটে শুভশ্রী। পিঠ ঢেকেছে ভেজা চুলে। অনাবৃত রাজ। কালো চশমায় ঢাকা চোখে অপলক তাকিয়ে স্ত্রীর দিকেই ।

Advertisement
শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি।

শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি।

ব্যস্ত রুটিনের ফাঁকে দিন কয়েকের বিরতি। শহুরে কোলাহল ছেড়ে নিজেদের মতো করে দিন যাপনের আনন্দটুকু লুটেপুটে নেওয়া। জলের মাঝে বিলাসবহুল রিসর্টই তাঁর ঠিকানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement