raima sen

Raima Sen and Bikram Chatterjee: নতুন সিরিজ়ে

রাইমা ও বিক্রম এর আগে এক ছবিতে অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে কাজ করবেন সিরিজ়ে। আগামী জানুয়ারি মাসে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চলবে শুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ০৮:২৮
Share:

রাইমাএবং বিক্রম।

মানসিক সমস্যার শিকার হয় একটি মেয়ে। মুশকিলে পড়ে তার পুরো পরিবার। তার সাহায্যে এগিয়ে আসে এক মনস্তত্ত্ববিদ। কিন্তু মনের অসুখের নেপথ্যে ঘনিয়ে ওঠে এক রহস্য। এমনই এক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে ওয়েব সিরিজ় আসতে চলেছে জ়ি ফাইভে। পরিচালক, সায়ন্তন ঘোষাল। মেয়েটির চরিত্রে রাইমা সেন, মনস্তত্ত্ববিদের ভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায়। অভিনেতার কথায়, ‘‘গল্পটা শুনেছি। কথাবার্তা প্রাথমিক পর্যায়ে আছে।’’ সিরিজ়ের নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। রাইমা ও বিক্রম এর আগে এক ছবিতে (‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’) অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে কাজ করবেন সিরিজ়ে। আগামী জানুয়ারি মাসে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চলবে শুটিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement