Rahul Bose

সৃজিতের সিরিজ়ে রাহুল

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

—ফাইল চিত্র।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজ়ের কাস্টে সংযোজিত হল নতুন মুখ। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজ়ে রাহুল বসুকে নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত। এই প্রথম বার একসঙ্গে কাজ করবেন দু’জনে। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলারধর্মী উপন্যাসকে ভিত্তি করে তৈরি এই সিরিজ়ের স্ট্রিমিং হবে হইচই প্ল্যাটফর্মে।

Advertisement

প্রথমে বাংলাদেশের বেশ কয়েক জন অভিনেতার এই প্রজেক্টে যুক্ত থাকার কথা ছিল। তবে সৃজিত পরে নিজেই টুইট করে জানান, করোনার আবহে বাংলাদেশে গিয়ে শুটিং করা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। তাই এখানকার শিল্পীদের নিয়েই শুরু হয়ে গিয়েছে সিরিজ়ের কাজ। সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

আসন্ন ক্রিসমাসে আসছে না সৃজিত পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সেই সময়ে আর একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর ‘ফেলুদা ফেরত’। ‘রবীন্দ্রনাথ...’ হইচই অরিজিন্যালসের জন্য সৃজিতের প্রথম কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement