Rafiath Rashid Mithila

তাহসান-রোজ়ার নতুন সংসার, এই প্রসঙ্গে কী বললেন প্রাক্তন স্ত্রী মিথিলা?

নতুন বছরের শুরুতে দ্বিতীয় বার বিয়ে করলেন তাহসান। এ বার প্রাক্তন স্বামীর বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত-পত্নী মিথিলা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯
Share:
Rafiath Rashid Mithila comments on ex husband Tahsan Khan’s new married life

তাহসানের বিয়ে প্রসঙ্গে কী বললেন মিথিলা? ছবি: সংগৃহীত।

রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল সঙ্গীতশিল্পী তাহসান খানের। ২০১৭ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। ২০১৯-এর ডিসেম্বরে এ পার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। যদিও মেয়ে আয়রার অভিভাবকত্ব যৌথ ভাবেই পালন করছেন তাহসান-মিথিলা। আয়রা অবশ্য বেশির ভাগ সময় থাকে মায়ের সঙ্গে। দীর্ঘ দিন কোনও সম্পর্কে জড়াননি তাহসান। সম্প্রতি রূপটান শিল্পী রোজ়া আহমেদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানা যায়। নতুন বছরের শুরুতে দ্বিতীয় বার বিয়ে করলেন তাহসান। এ বার প্রাক্তন স্বামীর বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত-পত্নী!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ের প্রসঙ্গ টানা হলে তিনি বলেন, ‘‘এটা নিয়ে আমার কিছুই বলার নেই৷ এটা নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না৷ এটা যার যার ব্যক্তিগত বিষয়৷ এটা আমারও ব্যক্তিগত বিষয় নয় যে আমি এটা নিয়ে কথা বলব৷ যার জীবনে একটা ঘটনা ঘটেছে, এটা তার ব্যক্তিগত বিষয়৷ আমি আসলে এই ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারে কথাই বলতে চাই না।’’

কখনও কাজের ক্ষেত্রে আফ্রিকায় থাকতে হয়, আবার বাকি সময়টা থাকেন ঢাকায়। যদিও এই মুহূর্তে কলকাতায় যাতায়াত কমেছে অভিনেত্রীর। সেই নিয়ে নানা জল্পনাও রয়েছে। তবে বরাবরই মিথিলা জানিয়েছেন, নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই কলকাতা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিথিলার কথায়, ‘‘ আফ্রিকায় একটা কথা আছে, একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। এটাই সত্যি। আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা-ঠাকুমা, শাশুড়ি, বন্ধু সকলকে দরকার। আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল, মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement