Radhika Apte

স্তনে ধরা দুগ্ধ নিষ্কাশন যন্ত্র অন্য হাতে মদ, ছবি দিয়ে কোন অনুভূতির কথা জানালেন রাধিকা?

সম্প্রতি শৌচালয় থেকে ছবি দেন রাধিকা। সেখানে দেখা যায় তাঁর স্তনে ধরা রয়েছে দুগ্ধ নিষ্কাশন যন্ত্র অন্য হাতে মদ। কোন বার্তা দিলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৩
Share:
মা হওয়ার পর আরও সাহসী হলেন রাধিকা!

মা হওয়ার পর আরও সাহসী হলেন রাধিকা! ছবি: সংগৃহীত।

অভিনেত্রী রাধিকা আপটে বরাবরই ছকভাঙা। সে তাঁর ফিল্মোগ্রাফি হোক কিংবা ব্যক্তিগত জীবন। সদ্য মা হয়েছেন অভিনেত্রী। কিন্তু মাতৃত্ব মানেই যে খুব সুখকর অনুভূতি, তেমনটা একবারেই মনে করেন না রাধিকা। বরং উল্টো অনুভূতির কথা জানিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর সন্তান কয়েক মাসের, মাতৃদুগ্ধ পান করাচ্ছেন। তবে মা হতেই জীবনের বাকি শখ, ইচ্ছের বিসর্জন নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি, সেখানকার শৌচালয় থেকে ছবি দেন রাধিকা। ছবিতে দেখা গিয়েছে, স্তনে ধরা রয়েছে দুগ্ধ নিষ্কাশন যন্ত্র অন্য হাতে মদ।

Advertisement

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। কিন্তু সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনাই ছিল না বলে জানিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হয়েছেন, এই খবর নাকি প্রথম দুই সপ্তাহ মেনে নিতেই পারেননি তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নানা শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। কিন্তু সেই নিয়ে কাজ করেছেন রাধিকা। সম্প্রতি লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে শৌচালয় থেকে ছবি দেন।

দু’হাত জোড়া রাধিকার।

দু’হাত জোড়া রাধিকার। ছবি: সংগৃহীত।

প্রথম বার বাফতা অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এ বার মা হওয়ার পর অনুষ্ঠানে লাল গালিচায় হাঁটার আগে প্রস্তুতিপর্বে এখন সাজগোজের সঙ্গে যুক্ত হয়েছে আর একটি কাজ। সেটাই এই ছবিতে বোঝাতে চেয়েছেন। এবং তাঁকে প্রতিটা মুহূর্ত সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সহযোগীকে। রাধিকার কথায়, ‘‘ধন্যবাদ নাতাশাকে দুধ নিষ্কাশনে সহযোগিতা করার জন্য নয় বরং শৌচালয়ে শ্যাম্পেনটা এনে দেওয়ার জন্য। আসলে মায়ের দায়িত্ব ও কর্মজীবন একসঙ্গে চালিয়ে যাওয়া কাজটা সহজ নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement