Monalisa Bhasle

বাড়ির পলেস্তারা খসে পড়ছিল, কুম্ভমেলায় ভাইরাল মোনালিসার প্রথম ছবির পারিশ্রমিক কত?

খুবই শীঘ্রই নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসাকে। প্রথম ছবির জন্য কত পারিশ্রমিক পেলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬
Share:
Mahakumbh Viral Girl Monalisa how much paid for her first movie

কত পারিশ্রমিক পেলেন মোনালিসা? —ফাইল ছবি।

বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মালা বিক্রি করতেন এত বছর। কিন্তু একটা কুম্ভমেলা জীবন বদলে দিল মোনালিসার। প্রতিনিয়ত গ্ল্যামার দুনিয়ার হাতছানি তাঁর দিকে। ১৪ ফেব্রুয়ারি জীবনে প্রথম বার বিমানে চড়েন, থাকলেন সাত তারা হোটেলে। বিমানে চড়ে কোজিকোড়ে যান। সেখানে ববি চেম্মানুর নামে জনৈক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়ে যান মোনলিসা। চোখেমুখে নতুন ধরনের রূপটান। কেতাদুরস্ত পোশাক। সোজা রেশমি চুলকে করে ফেলেছেন কোঁকড়া। সেখানে গিয়ে হাত নেড়ে আগতদের অভিবাদন জানান। শুধু তা-ই নয় গড়গড় করে মালয়ালমে কথা বলেন আমন্ত্রিতদের সঙ্গে। শীঘ্রই নায়িকা হিসাবে পর্দায় দেখা যাবে তাঁকে। প্রথম ছবির জন্য কত পারিশ্রমিক পেলেন মোনালিসা?

Advertisement

মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে। কিন্তু সমাজমাধ্যমের কল্যাণে তিনি ‘ভাইরাল’। সনোজ মিশ্র পরিচালিত ‘দি মণিপুর ডায়েরি’ ছবিতে ইতিমধ্যেই অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মোনালিসা। সনোজ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে নারাজ সনোজ। তবে সনোজ জানিয়েছেন, তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ও তাঁর অভিনয় শিক্ষার দায়িত্বও নিয়েছেন। শোনা গিয়েছে, মোনালিসাকে প্রথম ছবির জন্য ২১ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছেন পরিচালক। ইতিমধ্যেই ১ লাখ অগ্রিম দিয়ে ফেলেছেন। যদিও সনোজের উদ্দেশ্য সঠিক নয় বলে দাবি করেছেন এক প্রযোজক। তিনি বলেন, ‘‘গরিব বানজারা পরিবারের মেয়েকে খোঁজ-খবর না নিয়ে এর হাতে ছেড়ে দিয়েছে।’’ ওই প্রযোজক আরও জানিয়েছেন, ওই ছবিও আদৌ হবে কি না সন্দেহ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement