বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো।
১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পরে চিরতরে ছবি বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকার পরিচালকের এই সিদ্ধান্তে বাক্যহারা তাঁর অনুরাগীরা।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’— ন’টি ছবি বানিয়ে গোটা বিশ্বের নজরে তিনি। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালক এর থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
টারান্টিনোর কিছু ছবির পোস্টার
সম্প্রতি তিনি তাঁর নিজের লেখা বই ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর প্রচারে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। পরিচালকের কথায়, ‘‘আমার পেশাগত জীবন যথেষ্ট দীর্ঘ। আমার জীবনের ৩০ বছর এই ছবি বানানোয় ব্যবহার করেছি।’’ অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’’ পরিচালক জানিয়েছেন, ঠিক এই কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভাল কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।