গ্রাফিক: সনৎ সিংহ।
বছরের শেষে বড়দিনের মাসে বড়সড় দ্বন্দ্বের সূত্রপাত বক্স অফিসে। উৎসবের আমেজে এক দিকে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘ডাঙ্কি’। প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৩০ কোটির ব্যবসা করে ফেলেছে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি। ছবির প্রথম দিনের ব্যবসা থেকেই স্পষ্ট, লম্বা ইনিংস খেলতে চলেছে ‘ডাঙ্কি’। এ দিকে এক দিনের তফাতে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলতি বছরে প্রভাসের শেষ ছবি ‘সালার: পার্ট ওয়ান – সিজ়ফায়ার’। শাহরুখের আগের ছবি ‘জওয়ান’-এর সঙ্গে প্রতিযোগিতা এড়ানোর জন্যই এর আগে মুক্তির তারিখ পিছিয়েছিলেন ‘সালার’-এর নির্মাতারা। তবে ‘জওয়ান’-এর পাশ কাটিয়েও শেষমেশ ‘ডাঙ্কি’র মুখোমুখি প্রভাসের ছবি। মুক্তি মাত্র কয়েক দিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল, দক্ষিণের একাধিক মাল্টিপ্লেক্সে নাকি প্রদর্শনের নিরিখে ‘সালার’-এর থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ‘ডাঙ্কি’কে। শাহরুখের ছবিকে অগ্রাধিকার দেওয়ায় প্রভাসের ছবির শো সংখ্যাও নাকি কমিয়ে দেওয়া হয়েছে। খবর পাওয়া যায়, অপমানিত হয়ে নাকি দক্ষিণের একাধিক মাল্টিপ্লেক্স থেকে প্রভাসের ছবি সরিয়ে নিতে উদ্যত হয়েছিলেন নির্মাতারা। ‘সালার’ মুক্তির এক দিন আগে সেই জল্পনার উত্তর দিলেন মাল্টিপ্লেক্স মালিকেরাই।
‘মিরাজ’ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দর্শকের চাহিদা অনুযায়ী ছবির শো সাজানো হয়। এই বিষয়ে ছবির প্রযোজকদের কোনও কিছু বলার থাকে না। অন্য দিকে, ‘পিভিআর আইনক্স’ কর্তৃপক্ষের তরফে বিবৃতি দেওয়া হয়, ‘‘আমরা সমাজমাধ্যমের পাতায় বেশ কিছু ভুয়ো খবর দেখতে পেয়েছি। ‘সালার: পার্ট ওয়ান - সিজ়ফায়ার’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। নির্ধারিত দিনে, অর্থাৎ ২২ ডিসেম্বর থেকেই ওই ছবি প্রদর্শন শুরু হবে।’’ তাঁদের তরফে আরও জানানো হয়, এর আগেও একাধিক বড় তারকার ছবি এক সময়ে মুক্তি পেয়েছে। বক্স অফিস দ্বৈরথ কোনও নতুন ঘটনা নয়। তবে তাঁদের তরফে তাঁরা ‘ডাঙ্কি’ ও ‘সালার’ দু’টি ছবি দেখাতেই আগ্রহী।
‘বাহুবলী’-র মতো ছবির মাধ্যমে দর্শক ও সমালোচকদের নজর কাড়লেও গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ ছবির চাপে নিজের ‘তারকা’ তকমা খোয়াতে বসেছেন প্রভাস। ‘সাহো’, ‘রাধে শ্যাম’-এর পরে চলতি বছরে বক্স অফিসে ধরাশায়ী ‘আদিপুরুষ’ও। ব্যর্থতার হ্যাটট্রিকের পরে চলতি বছরে প্রভাসের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ ‘সালার’ই। শাহরুখের ‘ডাঙ্কি’-ঝড়ের মাঝেও কি নিজের জায়গা ধরে রাখতে পারবেন প্রভাস? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।