প্রসেনজিৎ
কোনও ছবি বক্স অফিসে সাফল্য পেলে সেই ছবির পরিচালক-অভিনেতা জুটিকে ফের একসঙ্গে দেখার প্রত্যাশা জন্মায়। সেই প্রত্যাশাই পূরণ হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অতনু ঘোষের ক্ষেত্রে। ‘ময়ুরাক্ষী’র সাফল্যের রেশ তাঁরা দু’জনেই জিইয়ে রাখতে চান। তাই অতনুর পরের ছবিতেও প্রসেনজিৎ।
অতনু আপাতত চিত্রনাট্য তৈরি করছেন। প্রসেনজিৎ বলছিলেন, ‘‘বাকি পরিচালকদের চেয়ে অতনুর কাজের ধরন আলাদা। একটা অদ্ভুত আবেগ থাকে ওর গল্পে।’’ যে আবেগ দর্শককে হলে টেনে নিয়ে গিয়েছিল ‘ময়ুরাক্ষী’ দেখতে। সেখানে বাবা-ছেলের সম্পর্কের গল্প ছিল। শোনা যাচ্ছে, তাঁদের আগামী ছবি বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে। যেখানে বাবার চরিত্রে প্রসেনজিৎ। ছবির অনেকটা অংশই আউটডোরে। আসলে ছবিটা একটা জার্নির গল্প। সারা ভারতের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে শুটিং হওয়ার কথা। তবে পরিচালক এখনই এ ব্যাপারে কিছু বলতে রাজি নন। ‘‘পুরোটাই চিন্তাভাবনার স্তরে। গল্প, চিত্রনাট্য কিছুই প্রস্তুত নয়,’’ বক্তব্য অতনুর।
সব কিছু ঠিকঠাক হতে আগামী বছর। কারণ এই মুহূর্তে হাত ভর্তি কাজ নিয়ে ব্যস্ত প্রসেনজিৎ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কিশোরকুমার জুনিয়র’ মুক্তি পাবে সামনেই। জানালেন, কৌশিকের পরের ছবিতেও তিনিই মুখ্য ভূমিকায়। সৌমিক সেনের ‘মহালয়া’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’তেও তিনি। অরিন্দম শীলের সঙ্গেও একটি ছবিতে কাজ করার কথা চলছে প্রসেনজিতের।