প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। ছবি: টুইটারের সৌজন্যে।
রাত পোহালেই প্রেমের দিন। ভ্যালেন্টাইনস ডে। নিজের পছন্দের মানুষের সঙ্গে দিনটা কাটানোর প্ল্যান করেছেন নিশ্চয়ই। কিন্তু, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের কাছে এই ভ্যালেন্টাইনস ডে-র নাকি কোনও গুরুত্বই নেই!
কেন জানেন? ১৪ ফেব্রুয়ারিকে কেন ভ্যালেন্টাইনস ডে হিসেবে মানেন না নায়ক? সে কথা এক্সক্লুসিভলি জানিয়েছেন আনন্দবাজার ডিজিটালকে।
প্রসেনজিতের কথায়, ‘‘আমাদের সময় এ সব ছিল না। ভ্যালেন্টাইনস ডে মানে কিন্তু আমার কাছে সরস্বতী পুজো। আর বছরে একটা দিন ভালবাসার হয় নাকি? ৩৬৫ দিনই ভালবাসার দিন।’’
আরও পড়ুন, ঋত্বিকের সঙ্গে ঝামেলা? মুখ খুললেন অরিন্দম
না! আলাদা করে কোনও ভ্যালেন্টাইনের নাম বলতে চাননি নায়ক। তিনি মনে করেন, বছরের প্রতিটি দিনই প্রেমে পড়া যায়, ভালবাসা যায়। বরং যাঁরা আগামী কাল সেলিব্রেট করবেন তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু, তাঁর কাছে বছরের প্রতিটি দিনই ভালবাসার।