Entertainment News

আজ ১৯ এপ্রিল, টুইটে ঋতু স্মরণ প্রসেনজিতের

ক্যালেন্ডার মেনে এই বিশেষ দিনে ঋতুপর্ণকে স্মরণ করলেন প্রসেনজিত্।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৩:১৬
Share:

ঋতুপর্ণ এবং প্রসেনজিত্। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

১৯ এপ্রিল। তারিখটা বাংলা সিনেমার ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। সৌজন্যে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ

Advertisement

ঠিকই ধরেছেন। ঋতুপর্ণর ‘ঊনিশে এপ্রিল’ সিনেপ্রেমীদের অতি পরিচিত ভাললাগার সিনেমা। ছকভাঙা গল্প মন জয় করেছিল দর্শকদের। ১৯৯৪-এ মুক্তি পাওয়া সেই ছবি ১৯৯৫-এ জিতে নেয় জাতীয় পুরস্কার। অপর্ণা সেন, দেবশ্রী রায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের অভিনয়ে সমৃদ্ধ ছিল ঋতুর ‘ঊনিশে এপ্রিল’।

ক্যালেন্ডার মেনে এই বিশেষ দিনে ঋতুপর্ণকে স্মরণ করলেন প্রসেনজিত্। ‘আজ ঋতুহীন ঊনিশে এপ্রিল’ লিখে টুইট করেন অভিনেতার ফলোয়ার গ্রুপ। তারই উত্তরে তিনি টুইট করেন, ‘ও সব সময় আমাদের সঙ্গে আছে। ওকে মনে করার জন্য ধন্যবাদ।’

Advertisement

আরও পড়ুন, ‘মনসুন মেলডিস’ নিয়ে আসছেন প্রিয়ম-অংশু

প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণর সম্পর্ক ছিল বন্ধুত্বের থেকেও আরও বেশি। নায়ক বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন ঋতুপর্ণ যেন তাঁর জীবনটাই বদলে দিয়েছিলেন। জানিয়েছেন আজও প্রতিদিন তিনি মিস করেন প্রিয় ঋতুকে।

প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণর সম্পর্ক ছিল বন্ধুত্বের থেকেও আরও বেশি। নায়ক বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন ঋতুপর্ণ যেন তাঁর জীবনটাই বদলে দিয়েছিলেন। জানিয়েছেন আজও প্রতিদিন তিনি মিস করেন প্রিয় ঋতুকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement