Prasenjit Chatterjee

‘তুঝকো মির্চি লগি তো ম্যায় ক্যায়া করুঁ...!’ গোবিন্দর সঙ্গে মঞ্চ ভাগ প্রসেনজিতের 

মুঠোফোনে মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই আনন্দ ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতেই ক্লিপ ভাইরাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৪:৫১
Share:

গোবিন্দ-প্রসেনজিৎ।

একজন বলিউডের ‘হিরো নম্বর ১’। অন্য জন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। ব্যাকগ্রাউন্ডে বাজছে ৯0-এর দশকের ব্লকবাস্টার হিট ছবি ‘হিরো নম্বর ১’-এর সুপারহিট গান ‘ম্যায় তো রাস্তে সে যা রহা থা!’ গানের তালে দুলে উঠলেন দু’জনেই। তাই দেখে বাকিরাও নেচে উঠলেন স্বতঃস্ফূর্ত ভাবে। মুঠোফোনে মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই আনন্দ ভাগ করে নেওয়ার লোভ সামলাতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করতেই ক্লিপ ভাইরাল। অনুরাগীদের দাবি, মঞ্চে আগুন জ্বালিয়ে দিয়েছেন গোবিন্দ-প্রসেনজিৎ।

Advertisement

কী দেখা যাচ্ছে শেয়ার হওয়া ক্লিপে? পুরস্কার মঞ্চে গোবিন্দ, প্রসেনজিৎ, সঞ্চালক আবীর চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়। গান বেজে উঠতেই স্বয়ং বলিতারকা নাচার অনুরোধ জানালেন বু্ম্বাদাকে। সঙ্গে সঙ্গে রাজি তিনিও। এক জন কালো ব্লেজার, প্যান্ট, বোয়ে সুটেড-বুটেড। তো অন্য জন পাঞ্জাবি-প্যান্টে খাঁটি বাঙালি। নাচ কি আর তাতে আটকায়? এঁরা ৪ জন নেচে উঠতেই উল্লাসে কান পাতা দায়। ততক্ষণে মঞ্চে চলে এসেছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, নীল মুখোপাধ্যায়ও।
জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড দেখা যাবে ২৮ মার্চ দোলের দিন সন্ধে ৭টায়। বিভিন্ন বিভাগে পুরস্কার তো দেওয়া হবেই। থাকবে ছোট পর্দার বিগ স্টারদের চোখ ধাঁধাঁনো অনুষ্ঠান। তারই ছোট্ট ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটাগরিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement