ছোট পর্দায় প্রথম আলো

সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘প্রথম আলো’ এ বার ছোট পর্দায়। নেপথ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনা সংস্থা শুরু করছে এই প্রজেক্ট। এর আগে সুনীলের ‘সেই সময়’ ধারাবাহিক রূপে দেখানো হয়েছে টেলিভিশনে।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০০:০০
Share:

প্রসেনজিৎ

সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘প্রথম আলো’ এ বার ছোট পর্দায়। নেপথ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনা সংস্থা শুরু করছে এই প্রজেক্ট। এর আগে সুনীলের ‘সেই সময়’ ধারাবাহিক রূপে দেখানো হয়েছে টেলিভিশনে। ছোট পর্দাতেও পিরিয়ড পিসের ট্রেন্ড শুরু হয়েছে। বলা বাহুল্য, ‘প্রথম আলো’ সেই ট্রেন্ডেরই সূত্র ধরে। তবে বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে। পিরিয়ড পিস বানানো তো সহজ নয়! প্রসেনজিতের কথায়, ‘‘এখনই কিছু বলা সম্ভব নয়। খুব বড় একটা প্রজেক্ট। অনেক রিসার্চ ওয়র্ক আছে। একটা সময়কে সঠিক ভাবে উপস্থাপন করা সহজ নয়!’’ এখনও অভিনেতা বাছাইয়ের পর্ব চলছে। বড় পর্দার অভিনেতাদের থাকারও সম্ভাবনা রয়েছে। প্রসেনজিৎ কি নিজেও অভিনয় করবেন? উত্তরে সটান ‘না’ বলে দিচ্ছেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement