সোমবার ‘শিবপুর’ ছবির সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছেন ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায়। ছবি: সংগৃহীত।
‘‘প্রথম ছবি প্রযোজনা করেই তিক্ত অভিজ্ঞতার শিকার হলাম। নতুনদের সঙ্গে যেন এ রকম ঘটনা কখনও না ঘটে!’’ বক্তা ‘শিবপুর’ ছবির অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায়। সম্প্রতি এই ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে প্রযোজক সন্দীপ সরকারের তরফে ‘নগ্ন ছবির নমুনা’ পাঠানোর অভিযোগ প্রকাশ্যে আসে। তার পর অজন্তা অভিযোগ করেন, যাবতীয় ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।
সোমবার সাংবাদিক বৈঠক করে এই ছবি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেন অজন্তা। প্রযোজক এর সঙ্গে ছিলেন তাঁর স্বামী কর্নেল পি কে সিংহ রায় , ছবির সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় এবং অজন্তার আইনজীবী সৌভিক বসু ঠাকুর। এর আগে আনন্দবাজার অনলাইনকে অজন্তা জানিয়েছিলেন যে, অরিন্দমের বিরুদ্ধে গত ১০ এপ্রিল চারু মার্কেট থানায় তাঁরা লিখিত অভিযোগ জানান। পরিচালকের বিরুদ্ধে বলপূর্বক টাকা আদায় করা এবং লাগাতার তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ আনেন অজন্তা।সোমবার অজন্তা বললেন, ‘‘কিন্তু দ্বিতীয় দিন আমরা থানায় গিয়েছিলাম। পুলিশ ডাকা সত্ত্বেও অরিন্দম আসেননি। জ্বর হয়েছে এই বাহানা দিয়েছেন।’’
‘শিবপুর’ ছবির এখনও পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি আছে। অভিযুক্ত প্রযোজক সন্দীপ সরকার ইতিমধ্যেই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অরিন্দমের থেকে এখন অজন্তা কী চাইছেন? অজন্তা বললেন, ‘‘প্রথম প্রযোজনা করতে এসে এতটা ভোগান্তির শিকার হলাম। আমি চাই, আমার ছবিটা যাতে ভাল ভাবে মুক্তি পায়। আর ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত যেন অরিন্দম আর কোনও রকম সমস্যা না সৃষ্টি করেন।’’ এই প্রসঙ্গেই অজন্তার আশা, ‘‘ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কোনও নতুন প্রযোজকের সঙ্গে যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে। নতুন প্রযোজকরা মুখ ফেরালে ক্ষতি তো আদতে বাংলা ইন্ডাস্ট্রির।’’