Tollywood

সমাজের ‘অন্দরকাহিনী’ শোনাবেন প্রিয়ঙ্কা-সৌমিত্র

নারীকেন্দ্রিক ছবি তো এর আগেও বহু বার  টলি ইন্ডাস্ট্রিতে দেখা গিয়েছে। এই ছবির আলাদা বিশেষত্ব কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৯ ১৯:১৮
Share:

নারীকেন্দ্রিক ছবি ‘অন্দরকাহিনী’। —নিজস্ব চিত্র।

শুটিং শুরু হয়েছিল ২০১৬-র গোড়ায়। অবশেষে মুক্তি পেতে চলেছে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি ‘অন্দরকাহিনী’। গল্পটি নারীকেন্দ্রিক। চার জন নারী এবং তাঁদের জীবনকে আবর্ত করেই প্লট বুনেছেন পরিচালক। জীবনের রঙ্গমঞ্চে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্র যাপন করতে হয় এক জন মহিলাকে। কখনও তিনি কারও মেয়ে, কারও বোন, আবার কখনও স্ত্রী অথবা বন্ধু। সম্পর্কগুলো ভিন্ন, তবু কোথাও গিয়ে যেন একই সুতোয় বাঁধা।

Advertisement

মনে হতেই পারে, নারীকেন্দ্রিক ছবি তো এর আগেও বহু বার টলি ইন্ডাস্ট্রিতে দেখা গিয়েছে। এই ছবির আলাদা বিশেষত্ব কী? চমকটা এখানেই। ওই চারটি নারী চরিত্রেই দেখা যাবে অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে। প্রিয়ঙ্কা ছাড়াও এই ছবিতে থাকছেন সায়নী ঘোষ, রাজেশ শর্মা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুমিত সমাদ্দার, প্রসূন গাইন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়

সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতেই বড় পর্দায় মুক্তি পাবে ওই ছবি।

Advertisement

আরও পড়ুন: দেবের প্রযোজনায় নতুন ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’​

আরও পড়ুন: ১৫ বছরের বড় ডিভোর্সিকে বিয়ে, হিট নায়কের প্রচারবিমুখ এই বোন ছবি প্রযোজনাও করেন​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement