প্রিয়ঙ্কা সরকার। ছবি: ফেসবুকের সৌজন্যে।
‘বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে কোথায় যাও গো? ফেরো সেই রাতে। অনেক দিন দেখলাম। শোনো, আমাদের পাড়া কিন্তু ভদ্র পাড়া।’
‘তুমি আবার বিয়ে করার কথা ভাবছ নাকি? অবশ্য তুমি বিয়ে করলে বাচ্চার ওপর খারাপ প্রভাব পড়বে। ও কী শিখবে বল?’
‘বাচ্চা মানুষ করার জন্য আয়া রেখেছ শুনলাম, কিন্তু ওকে তো তোমাকেই মানুষ করতে হবে, শোনো এ সব শখের কাজ বাদ দাও। বাড়িতে একটু সময় দাও।’
ঠিক এ সব কথাই নাকি শুনতে হয় অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে। তিনি সিঙ্গল মাদার। একাই বড় করছেন ছেলে সহজকে। কিছুদিন আগেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ঙ্কার দাম্পত্য কলহ প্রকাশ্যে এসেছিল। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় বিয়ের প্রসঙ্গ তুললেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কা ভিডিয়োতে জানিয়েছেন, সিঙ্গল মাদার হিসেবে তাঁর অসুবিধে হয় কিনা, জীবনে পুরুষের প্রয়োজন কিনা— এ সব প্রশ্ন তাঁকে প্রায়শই সামলাতে হয়। তিনি বিয়ে করবেন কিনা, করলে বাচ্চার ওপর তার কতটা প্রভাব পড়বে, অথবা তাঁর ফ্ল্যাটে কে আসছেন, তা নিয়ে কৌতূহলী প্রশ্নের মুখে পড়েন তিনি।
আরও পড়ুন, মা-ছেলের যুগলবন্দি, মুক্তি পেল ‘হেলিকপ্টার এলা’র ট্রেলার
আসলে এই ভিডিয়ো প্রিয়ঙ্কা শেয়ার করেছেন বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ছবির জন্য। ছবিটি মুক্তি পেল আজ। এই ছবিতে প্রিয়ঙ্কা এক সিঙ্গল মায়ের ভূমিকাতেই অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম সুজ়ি। প্রিয়ঙ্কার কথায়, ‘‘এ ধরনের মন্তব্য কম-বেশি আমি রোজই শুনি। কিন্তু এগুলো এখন আর কষ্ট দেয় না। বরং সাহস জোগায়। বিশ্বাস করুন আমরা নিজেদের মতো করে ভাল আছি। আপনারা বরং ক্রিসক্রস দেখুন।’’