Priyanka sarkar

তোমাকে ভালবেসে আমার এ চিরকুট, কোন ভালবাসার কথা বললেন প্রিয়ঙ্কা?

শহরজোড়া ‘প্রেমের মরসুম’ তাঁর মুখেও হাসি এনেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৫:১০
Share:

প্রিয়ঙ্কা সরকার।

‘শহর জুড়ে যেন প্রেমের মরসুম’। শীতকাল এসে গিয়েছে সুপর্ণা। প্রেম প্রেম ভাব টের পাচ্ছে সবাই। অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারও সেই মেজাজে। ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করলেন। সাদা রঙের মাস্ক মুখে। মাথায় কালো টুপি। কালো টি শার্ট। চুলগুলো ঘাড় থেকে বুকের কাছে নেমে এসেছে। গাড়ির জানলায় একটা হাত। মাস্ক পরা থাকলেও তাঁর চোখ দেখে বোঝা যাচ্ছে, তাঁর মুখে হাসি। উজ্জ্বল হয়ে রয়েছে চোখ দু’টো। শহরজোড়া ‘প্রেমের মরসুম’ তাঁর মুখেও হাসি এনেছে। আর তাই তিনি ধার নিলেন অনুপম রায়ের এই চারটি লাইন। ‘শহর জুড়ে যেন প্রেমের মরসুম/ আলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম, কখনও নেমে আসে অচেনা প্যারাসুট/ তোমাকে ভালবেসে আমার এ চিরকুট।’

Advertisement

সম্প্রতি প্রিয়ঙ্কা সরকার তাঁর ক্যালেন্ডার ফটোশ্যুট শেষ করলেন। ‘রিফ্লেকশনস্ ২০২০’। ফটোগ্রাফার তথাগত ঘোষের নতুন প্রোজেক্টে কাজ করলেন তিনি। এর আগে তথাগতর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে অনেক ফিস ফাস শুরু হয়েছিল। কিন্তু আনন্দবাজার ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারেই তিনি সব জল্পনা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন তাঁরা ভাল বন্ধু। ইন্ডাস্ট্রির খবর ছিল, তথাগত আর প্রিয়ঙ্কার সম্পর্ক নাকি আর আগের মতো নেই। তবে যে যাই বলুক না কেন সুরের ভালবাসায় মজেছেন প্রিয়াঙ্কা। তাঁর ইনস্টা স্টোরি সেই ইঙ্গিতই করছে।

Advertisement

আরও পড়ুন: কয়েক দিন পরেই ৪০! বয়স সংখ্যা মাত্র বললেন স্বস্তিকা

আরও পড়ুন: ‘তুমি এমনিই থেকো’, বছর শেষে দেব-রুক্মিণীর প্রেম প্রকাশ্যে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement