Priyanka Chopra

Priyanka Chopra: প্রিয়ঙ্কা ও ক্যাপ্টেন আমেরিকা

জানা যাচ্ছে, জেমস ক্যামেরনের ‘ট্রু লাইস’ থেকে ‘এন্ডিং থিংস’ ছবিটি অনুপ্রাণিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১২
Share:

নতুন প্রজেক্টে অভিনয় করছেন প্রিয়ঙ্কা।

হলিউডে একটার পর একটা প্রজেক্টে সুযোগ পাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কিয়ানু রিভসের সঙ্গে তাঁর ‘ম্যাট্রিক্স রেজ়ারেকশনস’। ‘টেক্সট ফর ইউ’ এবং রুসো ব্রাদার্সের সঙ্গে অ্যামাজ়নের ওয়েব সিরিজ় ‘সিটাডেল’এও আছেন প্রিয়ঙ্কা। এখন খবর, ‘এন্ডিং থিংস’ নামে একটি নতুন প্রজেক্টের প্রধান মুখ প্রিয়ঙ্কা। সেখানে তিনি অভিনয় করবেন অ্যান্থনি ম্যাকির সঙ্গে, যিনি এখন নতুন ক্যাপ্টেন আমেরিকা। অ্যাকশন সমৃদ্ধ এই ছবির পরিচালক কেভিন সুলিভান। জানা যাচ্ছে, জেমস ক্যামেরনের ‘ট্রু লাইস’ থেকে ‘এন্ডিং থিংস’ ছবিটি অনুপ্রাণিত।

গত ২২ জানুয়ারি প্রিয়ঙ্কা ও নিক জোনাস জানিয়েছিলেন, সারোগেসির মাধ্যমে তাঁরা সন্তানের বাবা-মা হচ্ছেন। সেই নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছে। তবে প্রিয়ঙ্কা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। বলিউডে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জ়রা’ ছবিতে অভিনয় করার কথা প্রিয়ঙ্কার। ওই ছবিতে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্টও রয়েছেন। শোনা যাচ্ছিল, সন্তানকে সময় দেওয়ার জন্য ফারহানের ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়ঙ্কা। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠদের মতে, প্রিয়ঙ্কা কেরিয়ার ও পরিবার দুটোই দক্ষতার সঙ্গে সামলানোর ক্ষমতা রাখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement