Entertainment News

টুইটারে কোন রোগের কথা বললেন প্রিয়ঙ্কা?

প্রিয়ঙ্কা টুইটারে জানান, “যাঁরা আমাকে ভাল করে চেনেন, তাঁরা জানেন আমি অ্যাস্থমেটিক। এটা লুকনোর কী আছে? আমি জানতাম এই রোগ আমাকে নিয়ন্ত্রণ করার আগে, আমার তাকে (অ্যাস্থমা) নিয়ন্ত্রণ করতে হবে। তাই যখনই আমি ইনহেলার নিতাম, রোগ কিছুতেই আমাকে থামাতে পারত না। আমি ঠিক লক্ষ্যে পৌঁছে যেতাম।’’

Advertisement

জয়দীপ সেন

মুম্বই শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৭
Share:

এই ছবিই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া।

রহস্যের পর্দা সরিয়ে নিক জোনাসের সঙ্গে রোকা (পাঞ্জাবি ঘরানায় এনগেজমেন্ট) সেরে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্ভবত এই বছরের শেষেই ছাদনাতলায় বসতে চলেছেন এই যুগল। টিনসেল টাউনে অন্তত তেমনই গুজব। এই আবহে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে টুইট করে ফের ‘শিরোনামে’ দেশি গার্ল। বরাবরই ছকের বাইরে কাজ করে অনুগামীদের মনে জায়গা করে নিয়েছেন ‘কাশীবাঈ’। এ বার অ্যাস্থমা পেশেন্ট হয়েও নিজে কী ভাবে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন, তার খবর সোশাল সাইটে দিলেন প্রিয়ঙ্কা।

Advertisement

হ্যাশট্যাগ #বেরোক দিয়ে প্রিয়ঙ্কা টুইটারে জানান, “যাঁরা আমাকে ভাল করে চেনেন, তাঁরা জানেন আমি অ্যাস্থমেটিক। এটা লুকনোর কী আছে? আমি জানতাম এই রোগ আমাকে নিয়ন্ত্রণ করার আগে, আমার তাকে (অ্যাস্থমা) নিয়ন্ত্রণ করতে হবে। তাই যখনই আমি ইনহেলার নিতাম, রোগ কিছুতেই আমাকে থামাতে পারত না। আমি ঠিক লক্ষ্যে পৌঁছে যেতাম।’’

এ বিষয়ে প্রিয়ঙ্কা ঘনিষ্ঠ এক পরিবেশক বলেছেন: ‘‘আমরা কি ভুলে গেছি, ‘মেরিকম’ চরিত্রের জন্য কী ভাবে প্রাণপাত করেছিলেন প্রিয়ঙ্কা? নিজেকে সেলুলয়েডের ‘মেরিকম’ করে গড়ে তুলতে সে সময় যথেষ্ট কসরত করেছিলেন তিনি। তাই তোমার জেদ আর সংকল্প অটুট থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।’’

Advertisement

আরও পড়ুন: বিগ বসে গিয়ে অনুপের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন জসলিন...

আরও পড়ুন: যমজ সন্তানের মা হলেন ক্যানসারে আক্রান্ত এই অভিনেত্রী!

প্রিয়ঙ্কা চোপড়ার পার্পল পিবেল পিকচার্স-এর তরফে খবর; অভিনেত্রী আপাতত সোনালী বসু পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে প্রিয়ঙ্কার সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে ফারহান আখতার ও জায়রা ওয়াসিমকে। সৎসঙ্গ গুরু-মা আয়শা চৌধুরির জীবনকাহিনি ও তাঁর লেখা বই ‘মাই লিটল এপিফেনিস’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি। ১৩ বছর বয়সে পালমোনারি ফিব্রোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন এই সৎসঙ্গ গুরু-মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement