Priyanka Chopra

প্রিয়ঙ্কার প্রস্তুতিপর্ব

নতুন ছবির লুকের জন্য হেয়ারকালার আর ম্যানিকিয়োর করছেন অভিনেত্রী। আজ থেকেই শুরু হবে ছবির শুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

প্রিয়ঙ্কা।

রোম্যান্টিক ড্রামা ‘টেক্সট ফর ইউ’-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর একটি সালঁ-লুক শেয়ার করে লিখেছেন সে কথা। নতুন ছবির লুকের জন্য হেয়ারকালার আর ম্যানিকিয়োর করছেন অভিনেত্রী। আজ থেকেই শুরু হবে ছবির শুটিং। স্যাম হিউয়ান ও গায়িকা সিলিন ডিয়নকেও তাঁর সঙ্গে দেখা যাবে এই ছবিতে। জার্মান ছবি ‘এসএমএস ফার ডিচ’-এর অনুসরণে তৈরি হচ্ছে এই সিনেমাটি। গল্প অনুযায়ী ছবির মুখ্য চরিত্র এক দুর্ঘটনায় তার বাগ্‌দত্তাকে হারায়। কিন্তু তাকে ভুলতে না পেরে তার পুরনো মোবাইলে মেসেজ করে যায় উত্তরের আশায়। এ দিকে সেই মোবাইলের মালিক এখন অন্য একজন। তারও প্রেম ভেঙে গিয়েছে অনেকটা একই ভাবে। ফলে সে-ও ভগ্নহৃদয়ে মেসেজের উত্তর দেয়। নতুন সম্পর্ক তৈরি হয় দু’জনের মধ্যে। এই নিয়েই গল্প। ছবির অন্যতম আকর্ষণ সিলিন ডিয়নের মিউজ়িক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement