প্রিয়ঙ্কা চোপড়া।
বাবা অশোক চোপড়াকে নিয়ে মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথম মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। মুম্বইয়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন প্রিয়ঙ্কা, ‘বাবা চাইতেন না আমি শরীরের সঙ্গে লেগে থাকা টাইট পোশাক পরি।’ কেন এমন বললেন প্রিয়ঙ্কা?
নিজের বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরেছেন প্রিয়ঙ্কা, জানিয়েছেন তিনি ১২বছর বয়সে আমেরিকা যান। “তখন আমি বাচ্চা মেয়ে। আমেরিকা থেকে যখন ফিরি ১৬বছর। সম্পূর্ণ নারী। বাবা আমায় দেখে কী করবেন ভেবেই পাচ্ছিলেন না। তারপর এই হুকুম জারি করেন” যোগ করেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার মা মধু চোপড়া এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তাঁর বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন তাঁর মেয়ে আমেরিকা থেকে এসে আঁটোসাঁটো পাশ্চাত্য পোশাক পরতে আরম্ভ করে। “আমরা তখন রায়বরেলিতে থাকতাম। সেখানকার পরিবেশে এই পোশাক বেমানান ছিল। তাই ওর বাবা ওকে ও রকম পোশাক পরতে বারণ করে। আর আমার মেয়ে খুব ভাল ছিল। ও সঙ্গে সঙ্গে সেটা মেনে নেয়”, বুঝিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কার মা।
প্রিয়ঙ্কা বাবা সম্পর্কে বলতে গিয়ে জানান দেশে ফেরার পর তাঁকে স্কুলের ছেলেরা ‘ফলো’ করত। সেই দেখেই তাঁর বাবা অমন পোশাক পরতে বারণ করেন। এর সঙ্গে বাবার ছোটবেলার কথাও মনে করেন প্রিয়ঙ্কা। তিনি বলেন, “বাবা বলত, তুমি ভাল মন্দ ভুল ঠিক যাই কর না কেন আমায় এসে বলবে। আমি সেগুলো ঠিক করে দেব। তুমি ভাল না খারাপ বিচার করব না। আমি তো তোমার টিমের লোক”। নস্টালজিক প্রিয়ঙ্কা স্বামী নিক জোনসের সঙ্গে এখন লস অ্যান্জেলসে গৃহবন্দি হয়ে আছেন।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর বাতি জ্বালাও আবেদনে টুইট করে বিতর্কে তাপসী!