ইনস্টাগ্রাম-টুইটারে সেলিব্রিটিদের ফ্যানের সংখ্যা খেয়াল করেছেন? তা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় নিশ্চয়ই। তবে নিন্দুকেরা বলেন, সে সংখ্যাটা নাকি সঠিক নয়। সেলিব্রিটিদের অনেকেরই ফেক ফলোয়ার রয়েছে। দেখুন তো সেই তালিকায় আপনার ফেভারিট বিরাট কোহালি বা প্রিয়ঙ্কা চোপড়া কোথায় রয়েছেন!
টক শোয়ের ফ্যান? তবে টিভিতে অ্যালেন ডিজেনারাসের শো দেখেছেন নিশ্চয়ই! স্ট্যান্ডআপ কমেডি, অভিনয়, প্রযোজনা, টেলিভিশনে টক শোয়ের সঞ্চালনা থেকে এলজিবিটি সম্প্রদায়ের পক্ষে সরব হওয়া। নানা জগতেই অনায়াস যাতায়াত অ্যালেনের। ইনস্টাগ্রাম-টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যাটাও কম নয়। তবে তাঁদের মধ্যে ৪৯ শতাংশই নাকি ভুয়ো!
কোরীয় পপ, হিপ হপ গ্রুপগুলির মধ্যে বাংটাং বয়েজ বা বিটিএস-এর নাম একেবারে সামনের সারিতে থাকবে। ইনস্টাগ্রাম-টুইটারে তাঁদের ফ্যানেদের সংখ্যাটাও মোটেও ফেলনা নয়। তবে ইনস্টিটিউট অব কনটেম্পোরারি মিউজিক পারফরম্যান্স (আইসিএমপি) নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের দাবি, ইনস্টাগ্রাম-টুইটারে বিটিএস-এর ৪৭ শতাংশই ফ্যান ভুয়ো!
‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ নামে রিয়েলিটি শো করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন কিম কার্দাশিয়ানের বোন কোর্টনি। কিমের সঙ্গে কোর্টনিদের কীর্তিকলাপ দেখতে টিভির পর্দায় সেঁটে থাকতেন অনেকেই। ফ্যানেদের সংখ্যাও হু হু করে বাড়তে থাকে। তবে আইসিএমপি-র দাবি, ইনস্টাগ্রাম-টুইটারে কোর্টনির ৪৬ শতাংশ ফ্যান আসলে ভুয়ো।
মাত্র ১৪ বছর বয়সে কান্ট্রি মিউজিকে নিজের কেরিয়ার শুরু মার্কিন তারকা টেলর সুইফ্টের। ১০ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী টেলরের গানে মোহিত অনেকেই। তবে ইনস্টাগ্রাম-টুইটারে ফেক ফলোয়ারের সংখ্যাতেও পিছিয়ে নেই তিনি। বিটিএস-এর মতো তাঁরও নাকি ৪৬ শতাংশ ফলোয়ারই ভুয়ো।
২০১৭-তে ম্যাঞ্চেস্টারে মার্কিন অভিনেতা-গায়িকা আরিয়ানা গ্রান্ডের তাঁর কনসার্টেই ঘটেছিল আত্মঘাতী বিস্ফোরণ। স্তব্ধ হয়েছিল শান্তির সুর। তবে থামেননি আরিয়ানা। সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন ইনস্টাগ্রাম-টুইটারে। যদিও আইসিএমপি-র দাবি, আরিয়ানার ৪৬ শতাংশই ভুয়ো ফলোয়ার।
বিদেশি সেলিব্রিটিদের কথা তো অনেক হল। তবে আমাদের নিজেদের ঘরের মেয়ে দীপিকা পাড়ুকোনের ফেক ফলোয়ারের খবর রাখেন? অবাক হবেন না! আইসিএমপি-র দাবি, দীপিকার ইনস্টাগ্রাম ও টুইটারের ফ্যানেদের মধ্যে ৪৫ শতাংশই নাকি ফলোয়ার ফেক।
‘হ্যানা মনটানা’ সিরিজে বাবা বিলি রে সাইরাসের সঙ্গে টিভির পর্দায় তুমুল জনপ্রিয় হন কিশোরী মাইলি সাইরাস। এর পর থেকে হলিউডি ফিল্ম, মিউজিক বা বিতর্ক সব সময় লাইমলাইটে। সম্প্রতি ফের শিরোনামে। লিয়াম হ্যামসওয়র্থের সঙ্গে সেপারেশনের কথা জানিয়েছেন। ভুয়ো খবর নয়। তবে ইনস্টাগ্রাম-টুইটারে তাঁর নাকি ৪৫ শতাংশ ফলোয়ারই ভুয়ো।
গসপেল মিউজিক দিয়ে কেরিয়ার শুরু কেটি পেরির। এর পর একে একে হলিউড ফিল্ম, রিয়েলিটি শোয়ে বিচারক বা পপ রক মিউজিক, সবতেই দেখা গিয়েছে তাঁকে। ব্রিটিশ মিউজিশিয়ান-অভিনেতা-অ্যাক্টিভিস্ট রাসেল ব্র্যান্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিতর্কেও জড়িয়েছেন বহু বার। এহেন বৈচিত্রময় চরিত্রের ফ্যান ফলোয়িং কম নয়। তবে তার ৪৫ শতাংশ ফলোয়ারই নাকি ভুয়ো।
মাঠে হোক বা মাঠের বাইরে, বিরাট কোহালির ফ্যানেদের দাপট কিছু কম নয়। হবে না-ই বা কেন! বাইশ গজের মতোই ইনস্টাগ্রামে-টুইটারে সমান সাবলীল কোহালি। তাঁর এক-একটা পোস্টে লাইক-কমেন্টের ঝড় ওঠে। তবে অনেকের দাবি, তার অধিকাংশই ভুয়ো। আইসিএমপি জানিয়েছে, তাদের সংস্থা থেকে প্রকাশিত ফেক ফলোয়ারের তালিকায় ২৩ নম্বরে রয়েছেন কোহালি।
ফেক ফলোয়ারের তালিকায় পিছিয়ে নেই প্রিয়ঙ্কা চোপড়াও। এ ব্যাপারে বিরাট কোহালিকে টেক্কা দিয়েছেন তিনি। আইসিএমপি-র তালিকায় ১০ নম্বরে রয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর ইনস্টাগ্রাম-টুইটার অ্যাকাউন্টের ৪৩ শতাংশই ফ্যানই নাকি ভুয়ো।