Nick Jonas

খ্রিস্টান মতে বিয়ে সারলেন নিক-প্রিয়ঙ্কা

খ্রিস্টান মতে বিয়ে সারলেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। জোধপুরের উমেদ ভবনে বিয়ে হল তাঁদের।

Advertisement

সংবাদ সংস্থা

জোধপুর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ২১:১৮
Share:

নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া।—ফাইল চিত্র।

চার হাত এক হয়ে গেল নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়ার। শনিবার খ্রিস্টান মতে বিয়ে সারলেন তাঁরা। জোধপুরের উমেদ ভবনেই সব আয়োজন হয়েছিল। পরিবার, বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে সেখানেই একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন।

Advertisement

বিয়েতে বর-কনে দুজনেই বিদেশি ডিজাইনার রাল্ফ লরেনের পোশাক পরেছিলেন। দুই দাদা কেভিন ও জো, ছোট ভাই ফ্র্যাঙ্কি এবং শ্যালক সিদ্ধার্থ চোপড়া নিকের গ্রুমসমেন হয়েছিলেন।

তবে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ছিল যথেষ্ট। তাই এখনও পর্যন্ত তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। শুধুমাত্র উমেদ ভবনে আতসবাজির রোশনাইয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

এই ভিডিয়োই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বিয়ের পর নিক-প্রিয়ঙ্কার মোট সম্পত্তির পরিমাণ কত দাঁড়াবে জানেন?​

আরও পড়ুন: ঐশ্বর্যার বিয়ের সঙ্গে কোথায় মিল রয়েছে প্রিয়ঙ্কার?​

তবে হিন্দুমতে বিয়ে এখনও বাকি তাঁদের। সে দিকেই তাকিয়ে সকলে। রবিবার উমেদ ভবনে তা সম্পন্ন হবে। তার জন্য এলাহি বন্দোবস্ত হয়েছে। সেখানে ঘোড়ায় চড়ে, শেরওয়ানি পড়ে প্রিয়ঙ্কার জন্য বারাত নিয়ে আসবেন নিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement