কাদম্বরী দেবীর ভূমিকায় অভিনয় করেছেন, অনন্যা ভট্টাচার্য।
কবিতা নিয়ে গোটা একটা সিনেমা তৈরির রেওয়াজ বিদেশে বহুদিন ধরেই রয়েছে। এ বার খোদ কলকাতায় হল সেই নির্মাণ। হায়দরাবাদের লিটারারি ফেস্টিভ্যাল ২০১৯এ 'ট্রান্স ভার্স' ’ বিভাগে ভারত, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল এবং আয়ারল্যাণ্ডের আমন্ত্রিত আট জন শিল্পীর মধ্যে ছিলেন কলকাতার চলচ্চিত্র পরিচালক মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়। সেখানে প্রদর্শিত হল তার পরিচালিত কবিতা-চলচ্চিত্র 'মনে রেখো'।
'মনে রেখো', রবীন্দ্রনাথের কবিতার কোলাজ অবলম্বনে তৈরী তথ্যচিত্র। যার মূল চরিত্র রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী। কাদম্বরী দেবীর ভূমিকায় অভিনয় করেছেন, অনন্যা ভট্টাচার্য, যিনি গানের জগতে খ্যাঁদা নামে পরিচিত। চলচ্চিত্রটির আবহ করেছেন, তিমির বিশ্বাস। কবিতার কোলাজ এবং আবৃত্তি করেছেন সত্যজিৎ বিশ্বাস। তিনি এই ছবির প্রযোজকও। ছবিটির সংলাপ, চিত্রনাট্য, আলোকচিত্র গ্রহণ এবং সম্পাদনা করেছেন মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়।
‘‘আমরা কবিতা নিয়ে এমন একটা ভিন্ন এক্সপেরিমেন্ট করতে চেয়েছি৷ আবৃত্তিকে এখনও অনেকে ফিলার মনে করেন, সেই ধারণা যে কতটা ভুল সেটার একটা উদাহরণ এই ছবি৷’’ বললেন সত্যজিৎ।
আরও পড়ুন, সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব, বিস্ফোরক আলিয়া
টিম 'মনে রেখো'।
কাহিনি আবর্তিত হয়েছে ঠাকুর বাড়ির মেয়েদের ওপর গবেষণা করতে আসা একটি ছেলেকে ঘিরে। গবেষণা করতে গিয়ে যে তার নিজের বাড়িতে বারবার কাদম্বরীকে দেখতে শুরু করে ৷কাদম্বরীর মৃত্যু তাকে তাড়িয়ে বেড়ায়। অসুস্থ হয়ে যায় সে। সুস্থ করে তুলতে সেই বাড়িতেই রিক্রিয়েট করা হয় রবীন্দ্রনাথ ও তার বৌঠানের বন্ধুতা।
"এমন একটা চরিত্রের জন্য ওরা যে আমায় ভেবেছে এটাই আমার কাছে অনেক " বললেন অনন্যা।
আরও পড়ুন, বলিউডের এই স্টার কিড বাবাকে হারান মাত্র দু’বছর বয়সে
‘‘অন্য রকম কাজ দারুণ ইনজয় করেছি’’— বললেন তিমির বিশ্বাস।
বৌঠান, বন্ধুতা আর শেষে একটা টুইস্ট। রবীন্দ্রনাথের কবিতাই এ ছবিতে মুহূর্তের জন্ম দেয়। যে মুহূর্তের নাম প্রেম।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)